আইপিএল ২০২০—প্র্যাকটিস শুরু করা মহেন্দ্র সিং ধোনির সুরক্ষায় হলো বড়ো ভুল, অত্যুতসাহী সমর্থক করলেন এমনকিছু

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মাঠে ফিরে এসেছেন। গত বছর হওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপের পর থেকেই মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট মাঠ থেকে দূরে ছিলে। এখন এই মাসের শেষে শুরু হতে চলা আইপিএল ১৩ কে মাথায় রেখে প্রস্তুতির জন্য মাঠে নেমেছেন মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনি সিএসকের সঙ্গে করছেন প্র্যাকটিস আইপিএলে চেন্নাই […]