আকাশ চোপড়া জানালেন, কেনও কেকেআর প্লে অফের জন্য করতে পারেনি কোয়ালিফাই

কলকাতা নাইট রাইডার্সের দলের জন্য আইপিএল ২০২০ খুব একটা ভালো যায়নি। নিজেদের ক্ষমতার মোতাবেক কেকেআরের দল আইপিএল ২০২০তে প্রদর্শন করতে পারেনি। এর মধ্যে আকাশ চোপড়া কেকেকআরকে নিয়ে একটি বয়ান দিয়েছেন, যেখানে তিনি কেকেআরের সবচেয়ে বড়ো ভুলের খোলসা করেছেন। আমার মনে হয় না কেকেকআরের মাঝ মরশুমে নিজেদের অধিনায়ক বদলানোর প্রয়োজন আকাশ চোপড়া কেকেআরের খারাপ প্রদর্শন নিয়ে […]