আইপিএল ২০২০র শিডিউল প্রকাশ, আরসিবি আর সানরাইজার্স হায়দ্রাবাদ করল শেয়ার

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ভারতের মানুষের কাছে একটা দারুণ উতসবের মতো। এই আইপিএল উৎসবের ভারতের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আইপিএল ভারতই নয় বরং বিশ্বের সবচেয়ে জনপ্রীয় ক্রিকেট লীগ। আইপিএলের ত্রয়োদশ মরশুমের জন্য সমস্ত দল সম্পূর্ণ প্রস্তুত হয়ে রয়েছে। নিলামে সমস্ত দলগুলি নিজেদের কমতির দিকগুলিও দূর করে ফেলেছেন।

২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল ২০২০

আইপিএল ২০২০র শিডিউল প্রকাশ, আরসিবি আর সানরাইজার্স হায়দ্রাবাদ করল শেয়ার 1

বিসিসিআই এই বিষয়ের ঘোষণা আগেই করে দিয়েছে যে ২৯ মার্চ থেকে আইপিএল ২০২০ খেলা হবে। সেই সঙ্গেই আইপিএল ২০২০র ফাইনাল ম্যাচ ২৪ মে খেলা হবে। আইপিএল ২০২০র জন্য সমস্ত ক্রিকেটপ্রেমীরাই উৎসাহিত। এখনো পর্যন্ত এই লীগের মোট ১২টি মরশুম খেলা হয়েছে আর সমস্ত মরশুমই সফল থেকেছে। বিসিসিআইয়ের এই লীগের ১৩তম মরশুমেরও সফল হওয়ার পূর্ণ ভরসা রয়েছে।

আরসিবি আর হায়দ্রাবাদ নিজেদের শিডিউল করল প্রকাশ

আইপিএল ২০২০র শিডিউল প্রকাশ, আরসিবি আর সানরাইজার্স হায়দ্রাবাদ করল শেয়ার 2

এর মধ্যে আইপিএলের দুটি দল আরসিবি আর সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের ম্যাচের কার্যক্রম ঘোষণা করে দিয়েছে। এই দুই ফ্রেঞ্চাইজিই নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে নিজেদের ম্যাচের তালিকা প্রকাশ করেছে। আরসিবি যেখানে নিজেদের প্রথম ম্যাচ ৩১ মার্চ কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে খেলবে, অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের দল নিজেদের প্রথম ম্যাচ ১ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে খেলবে।

এই রকম হতে পারে আইপিএল ২০২০র সম্পূর্ণ কার্যক্রম

যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি তার মোতাবেকই আইপিএল ২০২০র কার্যক্রম হবে। আইপিএল ২০২০র পূর্ণ কার্যক্রমের খবর তো সামনে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত আইপিএল গর্ভনিং কাউন্সিল এর কোনো অফিসিয়ালি নিশ্চিত করেনি। যদিও দ্রুতই এই কার্যক্রমের উপর বিসিসিআইয়ের তরফে শিলমোহর লেগে যাবে।

আইপিএল ২০২০র শিডিউল প্রকাশ, আরসিবি আর সানরাইজার্স হায়দ্রাবাদ করল শেয়ার 3

আইপিএল ২০২০র শিডিউল প্রকাশ, আরসিবি আর সানরাইজার্স হায়দ্রাবাদ করল শেয়ার 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *