IPL 2019: শেষ হয়ে গেলো এবারের মতো স্মিথ-ওয়ার্নারের আইপিএল জার্নি ! কিন্তু কেনো ? 1

এইবছর আইপিএলে আর নাও দেখা যেতে পারে দুই তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ কে। প্রসঙ্গত,দুই ক্রিকেটার যথাক্রমে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়‍্যালস এর হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এযাবৎ কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে হয়তো এইবারের মতো তাদের আইপিএল জার্নি এখানেই শেষ হলো।IPL 2019: শেষ হয়ে গেলো এবারের মতো স্মিথ-ওয়ার্নারের আইপিএল জার্নি ! কিন্তু কেনো ? 2ইতিমধ্যে ঘোষিত হয়েছে আসন্ন ইংল্যান্ড- ওয়েলস এ আয়োজিত বিশ্বকাপ ক্রিকেটের জন্য অস্ট্রেলিয়ার ১৫ জনের দল।তাতে জায়গা পেয়েছেন স্মিথ এবং ওয়ার্নার। কুখ‍্যাত বল বিকৃতি কান্ডের জন্য একবছর নির্বাসন কাটিয়ে অবশেষে দলে ফিরলো এই দুই তারকা ক্রিকেটার। প্রসঙ্গত, তাদের নির্বাসনের মেয়াদ শেষ হয়েছিল ২৯ শে মার্চ। তাই বিশ্বকাপ কে পাখির চোখ ক‍রে আইপিএলে নিজেদের দলে যোগ দেয় তারা। ইতিমধ্যে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে।IPL 2019: শেষ হয়ে গেলো এবারের মতো স্মিথ-ওয়ার্নারের আইপিএল জার্নি ! কিন্তু কেনো ? 3এদিকে ১৫ জনের দল ঘোষনা করার পর ইতিমধ্যে বিশ্বকাপের প্রস্তুতির জন্য সিদ্ধান্ত নিয় ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ২রা মে থেকে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। ইতিমধ্যে একটি নোটিশের মাধ্যমে প্রত‍্যেক ক্রিকেটার কে ব্রিসবেনের ট্রেনিং ক‍্যাম্পে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন ক্রিকেট বোর্ড।
IPL 2019: শেষ হয়ে গেলো এবারের মতো স্মিথ-ওয়ার্নারের আইপিএল জার্নি ! কিন্তু কেনো ? 4২০১৮ সালের মার্চ মাসে কেপটাউনে বল বিকৃতি কান্ডের জন‍্যে অজি দল থেকে বাদ পড়েছিলেন তৎকালীন অজি ক‍্যাপ্টেন এবং ভাইস ক‍্যাপ্টেন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। নির্বাসিত হওয়ার দরুন দল থেকে বিতাড়িত ছিলেন তারা। তাদের না থাকায় সাময়িক সমস্যার মধ্যে পড়েছিল অস্ট্রেলিয়া দল।যদিও এবার তাদের ফিরে আসাতে ফের অস্ট্রেলিয়ার কাপ জেতার সম্ভাবনা হয়ে উঠলো প্রবল। এবছর আইপিএলে একেবারে শুরু থেকেই দুরন্ত ছন্দে আছেন ডেভিড ওয়ার্নার।মারকুটে এই অজি ব‍্যাটসম‍্যান ইতিমধ্যে সাত ম‍্যাচে করেছেন ৪০০ রান । এর মধ্যে আছে চারটি অর্ধশতরান এবং একটি শতরান।অন‍্যদিকে এখনও তেমন একটা কিছু করতে দেখা যায়নি স্মিথ কে। সম্প্রতি কলকাতার বিরুদ্ধে ৭৩ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। দুই তারকা অজি ক্রিকেটারের বিশ্বকাপের প্রস্তুতির জন‍্য ক‍্যাম্পে যোগ দেওয়া পরবর্তী সময়ে সমস্যায় ফেলতে পারে তাদের ফ্রান্চাইজি গুলোকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *