আইপিএল ২০১৯: এবারের আইপিএল শুরুর আগে চোখ বুলিয়ে নিন আট টীমের পেস বোলারদের র‍্যাঙ্কিংয়ের উপর 1

ভারতে সাধারণ নির্বাচনের জন্য এবারের আইপিএল হচ্ছে না দেশের মাটিতে। ২০১৯ আইপিএলের আসর বসতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং দুবাইয়ের মাটিতে। সেই চিন্তা মাথায় রেখেই ফ্র্যাঞ্চাইজিগুলো এবারের নিলামে পেসারদের পেছনে ঢেলেছে বাড়তি পয়সা।

পেস কন্ডিশনে সবগুলো ম্যাচ হবে বলেই যে ফ্র্যাঞ্চাইজিগুলো পেসারদের প্রতি অধিক গুরুত্ব দিয়েছে এমনটাও নয়। কেননা সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে একজন পেসারই প্রতিপক্ষ শিবির লণ্ডভণ্ড করে দেওয়ার জন্য যথেষ্ট যেকোনো কন্ডিশনেই।

এবার দেখে নেওয়া যাক আইপিএলে অংশ নেওয়া আটটি দলের পেস আক্রমণ কেমন হতে পারে

 

#১. কিংস ইলেভেন পাঞ্জাব

আইপিএল ২০১৯: এবারের আইপিএল শুরুর আগে চোখ বুলিয়ে নিন আট টীমের পেস বোলারদের র‍্যাঙ্কিংয়ের উপর 2

নিলামের আগেই পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজিটি গত আসরের পেসারদের মধ্য থেকে ধরে রেখেছিল অ্যান্ড্রু টাই এবং অঙ্কিত রাজপুতকে। পুরো আসরে অ্যান্ড্রু টাইয়ের সার্ভিস পাওয়া যাবে না বলে তাঁর বিকল্প পেসার হিসেবে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি বেছে নিয়েছে হারদাস ভিলিজনকে। অন্যদিকে পেস অলরাউন্ডার হিসেবে দলটির হয়ে মাঠে নামবেন স্যাম কারান, হেনরিক্সের মত তারকা অলরাউন্ডাররা।

ভারতীয় পেসারদের মধ্যে পঞ্জাবের তাবুতে রয়েছেন মোহাম্মদ শামি, অগ্নিভেস আয়েসি এবং আর্শদিপ সিং। স্কোয়াডে পেসারদের আধিক্য থাকা এবং কন্ডিশনের কথা মাথায় রেখে যে পেসাররা থাকতে পারেন একাদশে তাঁরা হলেন-

১। অ্যান্ড্রু টাই/ হারদাস ভিলিজন
২। মোহাম্মদ শামি
৩। অঙ্কিত রাজপুত
৪। স্যাম কারান

#২. রাজস্থান রয়্যালস

আইপিএল ২০১৯: এবারের আইপিএল শুরুর আগে চোখ বুলিয়ে নিন আট টীমের পেস বোলারদের র‍্যাঙ্কিংয়ের উপর 3

নিলামের আগে রাজস্থান রয়্যালস ছেড়ে দেয় জয়দেব উনাদকাটকে। কিন্তু নিলামে পূর্বের চেয়ে কিছুটা কম মূল্যে আবারও উনাদকাটকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি দলটি ধাওয়াল কুলকার্নি, বরুণ অরুণ, এস মিধুনের মত পেসারদেরকেও অন্তর্ভূক্তি করেন।

বিকল্প পেসার হিসেবে এই দলে রয়েছেন অশনে থমাস এবং জফরা আর্চার। অন্যদিকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন অভিজ্ঞ বেন স্টোকস। দলে আর কোনো বিদেশি পেস অলরাউন্ডার না থাকলে বল হাতে গতির ঝড় তুলতে পারেন স্ট্রুয়াট বিনি এনং শুভাম রঞ্জন।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য পেস বোলিং লাইনআপ

১। জোফরা আর্চার
২। বেন স্টোকস
৩। জয়দেব উনাদকাট
৪। ধাওয়াল কুলকার্নি/ বরুণ অরুণ
৫। স্ট্রুয়াট বিনি

#৩. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

আইপিএল ২০১৯: এবারের আইপিএল শুরুর আগে চোখ বুলিয়ে নিন আট টীমের পেস বোলারদের র‍্যাঙ্কিংয়ের উপর 4

পেস বোলিং বিভাগে শুরু থেকেই বেশ সফল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ২০১৯ আসরেও দলটির হয়ে মাঠে নামতে দেখা যাবে একগাদা পেস বোলিং তারকা। যেখানে নাথান কোল্টার নাইল, টিম সাউদির মত বিদেশি পেসারদের সাথে রয়েছেন উমেশ যাদব, নভদিপ শাইনি, মোহাম্মদ সিরাজের মত পরীক্ষিত পেসাররা। পাশপাশি পেস বোলিং অলরাউন্ডারের মধ্যে রয়েছেন মার্কাস স্টয়নিস, কলিন ডি গ্র্যান্ডহোম এবং শিবমান ডুব।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সম্ভাব্য পেস বোলিং লাইনআপ

১। উমেশ যাদব
২। মোহাম্মদ সিরাজ
৩। নাথান কোল্টার/ টিম সাউদি
৪। মার্কাস স্টয়নিস/ কলিন ডি গ্র্যান্ডহোম
৫। শিবমান ডুব

#৪. কলকাতা নাইট রাইডার্স

আইপিএল ২০১৯: এবারের আইপিএল শুরুর আগে চোখ বুলিয়ে নিন আট টীমের পেস বোলারদের র‍্যাঙ্কিংয়ের উপর 5

২০১৯ আসরের নিলাম শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স দলে ভেড়ায় প্রশিধ কৃষ্ণা, শিভাম মাভি এবং কমলেশ নাগরকুটির মত তিন তরুণ পেসারকে। এই তালিকায় পরবর্তিতে সংযোজন হয় পৃথ্বী রাজ, হ্যারি গার্নি, আনরিছ নরজে, লকি ফার্গুসনের নাম। পাশাপাশি কলকাতার প্রতিনিধিত্ব করা দলটিতে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট এবং শ্রীকান্ত মুণ্ডে।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য পেস বোলিং লাইনআপ

১। লকি ফার্গুসন
২। প্রশিধ কৃষ্ণা
৩। শিভাম মাভি
৪। আন্দ্রে রাসেল
৫। কার্লোস ব্র্যাথওয়েট

#৫. দিল্লি ক্যাপিটালস

আইপিএল ২০১৯: এবারের আইপিএল শুরুর আগে চোখ বুলিয়ে নিন আট টীমের পেস বোলারদের র‍্যাঙ্কিংয়ের উপর 6

দিল্লির ফ্র্যাঞ্চাইজিটি তাঁদের নাম পরিবর্তন করলেও অধিকাংশ ক্রিকেটারকে ধরে রেখেছে। যার মধ্যে অন্যতম হলেন পেসার কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্ট, ক্রিস মরিস, আভিশ খান, হার্শেল প্যাটেল। দলে নতুন পেসার হিসেবে অন্তর্ভুক্তি করা হয়েছে বি আইয়াপ্পা, নাথু সিং, কিমো পল, শেরফেন রাদারফোর্ড এবং ইশান্ত শর্মার নাম। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দিল্লির স্কোয়াডে রয়েছেন

সর্বমোট ১০ জন পেসার থেকে একাদশে জায়গা পেতে পারেন এমন বোলার হলেন-

১। কাগিসো রাবাদা
২। আভিশ খান
৩। ইশান্ত শর্মা
৪। শেফরেন রাদারফোর্ড
৫। কিমো পল

#৬. সানরাইজার্স হায়দ্রাবাদ

আইপিএল ২০১৯: এবারের আইপিএল শুরুর আগে চোখ বুলিয়ে নিন আট টীমের পেস বোলারদের র‍্যাঙ্কিংয়ের উপর 7

অন্যান্য আসরের মত ২০১৯ আসরেও পেস বোলিং বিভাগে বেশ আক্রমণাত্মক অবস্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। অরেঞ্জ আর্মির পোশাকে এবার মাঠে গতির ঝড় তুলতে প্রস্তুত রয়েছেন ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, বাসিল থাম্পি, টি নটরজান, সিদ্ধার্থ কউল এবং খলিল আহমেদ। এই ছয় বোলারের সাথে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকবেন বিজয় শঙ্কর। পাশাপাশি রয়েছেন আরেক বিদেশি বিলি স্ট্যানলেক। তিনি অবশ্য পুরো আসর জুড়ে দলের সাথে নাও থাকতে পারেন।

সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য পেস বোলিং লাইনআপ

১। ভুবনেশ্বর কুমার
২। খলিল আহমেদ
৩। সন্দীপ শর্মা
৪। বিজয় শঙ্কর
৫। বিলি স্ট্যানলেক

#৭. চেন্নাই সুপার কিংস

আইপিএল ২০১৯: এবারের আইপিএল শুরুর আগে চোখ বুলিয়ে নিন আট টীমের পেস বোলারদের র‍্যাঙ্কিংয়ের উপর 8

চেন্নাইর পেস বোলিং বিভাগকে শক্তিশালী করতে ২০১৯ আসরের নিলাম থেকে দলটি কিনে নেয় অভিজ্ঞ মোহিত শর্মাকে। দীপক চাহার, শার্দুল ঠাকুর, কে এম আসিফ, মনু কুমারের মত দেশি গতি তারকাদের সাথে রয়েছেন লুঙ্গি এনগিডি, ডেভিড উইলির মত বিদেশি পেসাররাও। পেস বোলিং অলরাউন্ডার ক্যাটাগরিতে চেন্নাইয়ের হয়ে মাঠে নামবেন ডোয়াইন ব্রাভো এবং অজি অলরাউন্ডার শেন ওয়াটসন।

চেন্নাইয়ের জার্সি গায়ে পেস বোলিং আক্রমণে একাদশে সুযোগ পেতে পারেন যারা তাঁরা হলেন-

১। লুঙ্গি এনগিডি
২। মোহিত শর্মা/ শার্দুল ঠাকুর
৩। দীপক চাহার
৪। ডোয়াইন ব্রাভো
৫। শেন ওয়াটসন

#৮. মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএল ২০১৯: এবারের আইপিএল শুরুর আগে চোখ বুলিয়ে নিন আট টীমের পেস বোলারদের র‍্যাঙ্কিংয়ের উপর 9

মিচেল ম্যাকক্ল্যানাঘান, অ্যাডাম মিলনে এবং জেসন বেহারেনড্রফের মত অভিজ্ঞ পেসার থাকা সত্ত্বেও মুম্বাই ফ্র্যাঞ্চাইজি নিলাম থেকে কিনে নিয়েছে শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গাকে। বিদেশি পেসারদের পাশাপাশি মুম্বাইয়ের স্কোয়াডে রয়েছে জাসপ্রিত বুমরাহ, বারিন্দার স্রান ও রাশিখ দার। অলরাউন্ডারের তকমা গায়ে নিয়ে মুম্বাইর হয়ে মাঠে নামতে দেখা যাবে হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, বেন কাটিংদের।

১০ জন পেসার থেকে মূল একাদশে সুযোগ পেতে পারেন-

১। জাসপ্রিত বুমরাহ
২। মিচেল ম্যাকক্ল্যানাঘান
৩। হার্দিক পান্ডিয়া
৪। কাইরন পোলার্ড
৫। লাসিথ মালিঙ্গা/ বেন কাটিং

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *