Prev1 of 9
Use your ← → (arrow) keys to browse

আইপিএল নবম সংস্করণ (আইপিএল ২০১৭) শুরু হবে ৫ই এপ্রিল। অর্থাৎ বেশ কিছু দেরি আছে আইপিএল ২০১৭ শুরু হতে। তাঁর আগে আগামী ৪-৫ ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএল ২০১৭-র নিলামি।

আইপিএল ২০১৭-র সমস্ত ফ্রাঞ্চাইজিদের নিজেদের খেলোয়াড় ধরে রাখার শেষ সময়ে ছিল বিগত বছরের ১৫ই ডিসেম্বর। সমস্ত ফ্রাঞ্চাইজি মিলে মোট ১৪০জন ক্রিকেটারদের ধরে রেখেছে এবং বাকি ৬৩জন ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে। ৬৩জন ছেড়ে দেওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোট ২৮জন বিদেশী ক্রিকেটাররা।

এই ছেড়ে দেওয়া ক্রিকেটারদের নাম আগামী আসন্ন নিলামি অনুষ্ঠানে তোলা হবে, যেখানে তাঁরা পেতে পারেন তাঁদের নতুন আইপিএল দল।

আরোও দেখুনঃ আইপিএল ২০১৭-তে প্রতি দলের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা

আমরা এবার এক নজরে দেখে নেব প্রতি ফ্রাঞ্চাইজি দলের ছেড়ে খেলোয়াড়দেরকে। তাঁদের তালিকা রইল এই প্রতিবেদনে।  

Prev1 of 9
Use your ← → (arrow) keys to browse
SHARE

আরও পড়ুন

MIvsDD: ম্যাচ জেতার পর দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ার বললেন এই দলের হয়ে খেলা পছন্দ করব

MIvsDD: ম্যাচ জেতার পর দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ার বললেন এই দলের হয়ে খেলা পছন্দ করব
মুম্বাই ইন্ডিয়ান্স আর দিল্লি ক্যাপিটালসের মধ্যে আইপিএল ২০১৯ এর তৃতীয় ম্যাচ রবিবার ২৪ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে...

MIvsDC: ম্যাচ হারার পর সরাসরি একে দায়ী করলেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা

MIvsDC: ম্যাচ হারার পর সরাসরি একে দায়ী করলেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা
আইপিএল ২০১৯ এর তৃতীয় ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স আর দিল্লি ক্যাপিটালসের মধ্যে খেলা হচ্ছে। মুম্বাইয়ের অধিনায়ক টস জিতে...

খারাপ খবর: জসপ্রীত বুমরাহের বিশ্বকাপ খেলা মুশকিল? বোলিংয়ের সময় হলেন গুরুতর আহত

খারাপ খবর: জসপ্রীত বুমরাহের বিশ্বকাপ খেলা মুশকিল? বোলিংয়ের সময় হলেন গুরুতর আহত
আইপিএল ২০১৯ এর তৃতীয় ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স আর দিল্লি ক্যাপিটালসের মধ্যে খেলা হচ্ছে। মুম্বাইয়ের অধিনায়ক টস জিতে...

WATCH: ঋষভ পন্থ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনির স্টাইলে মারলেন হেলিকপ্টার সিক্স, দেখুন ভিডিয়ো

রবিবার দিনের দ্বিতীয় আর আইপিএল ২০১৯ এর তৃতীয় ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স আর দিল্লি ক্যাপিটালসের মধ্যে খেলা হচ্ছে।...

MIvsDC ভিডিয়ো: কায়রণ পোলার্ড হলেন সুপারম্যান, হাওয়ায় উড়ে ধরলেন অবিশ্বসনীয় ক্যাচ, দেখে নিন ভিডিয়ো

MIvsDC ভিডিয়ো: কায়রণ পোলার্ড হলেন সুপারম্যান, হাওয়ায় উড়ে ধরলেন অবিশ্বসনীয় ক্যাচ, দেখে নিন ভিডিয়ো
আইপিএল ২০১৯ এর তৃতীয় ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স আর দিল্লি ক্যাপিটালসের মধ্যে খেলা হচ্ছে। মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা...