আইপিএল ২০১৭ঃ এক ইনিংসে সবথেকে বেশি ছয় মেরেছেন কারা 1
আইপিএলের সেনাপতি

ভারতের অন্যতম বড় উৎসব, দশেরা ও দিওয়ালি আসতে এখন অনেক দেরী। কলকাতায় দুর্গাপুজো ও শত দূরে। তবুও সারা দেশ জুড়ে বিকোচ্ছে নানান আলোক ও শব্দ বাজি। মানুষের মনে এক আলাদা উন্মাদনা। কী হচ্ছেটা কী তাহলে!

২০০৮ সাল থেকেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) দৌলতে ভারতের উৎসবের মানচিত্রে আরও এক নাম জুড়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। টি টোয়েন্টির রূপে নতুনভাবে এক ঈশ্বরের উত্থান। তাঁকে ঘিরেই প্রায় দেড় মাস ধরে চলে মজা, উত্তেজনা, আলোচনা ইত্যাদি।

গ্রীষ্মের প্রখর দাবদাহের মধ্যে এই ক্রিকেট উৎসব ভারতীয়দের মনে এক বিনোদনের রসনাতৃপ্তির সঞ্চার করে। সেই মেনুতেই থাকে কষা ওভার বাউন্ডারি, ফিস ফ্রাইয়ের মত কভার ড্রাইভের বাউন্ডারি, মিস্টি ইয়র্কার রসগোল্লা আরও কত কী। রোজকার সোপ ওপেরা বন্ধ করে দিনের প্রায় তিন ঘন্টা টিভির সামনে মজে থাকেন আট থেকে আশি, মহিলা থেকে পুরুষ সকলেই। কিন্তু যাদের কল্যাণে এই উৎসবের আঁচে হাত সেঁকছে সবাই, তাদেরকে দেখে নেওয়া যাক একবার। অর্থাৎ আইপিএলের বিধ্বংসী কিছু ব্যাটসম্যানের বিধ্বংসী কিছু খেলার দিকে নজর দেওয়া যাক।

এখন দেখা যাক একটি ইনিংসে তাঁরা কতগুলি ওভার বাউন্ডারি হাঁকিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *