বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর)—১০ এর মধ্যে ৬ পয়েন্ট
বেঙ্গালুরুর এই দলকে প্লেঅফে পৌছতে গেলে বিরাট কোহলিকে একটা বিরাট ভূমিকা গ্রহণ করতে হবে। নেতৃ্ত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটিংয়েও তাঁকে অনেকটা দায়িত্ব নিতে হবে। কারণ এখনও পর্যন্ত তাঁর দলের কোনও ব্যাটসম্যানকে সেভাবে ফর্মে দেখা যায়নি। এবি ডেভিলিয়ার্সের চোটের চিন্তা থেকে এখনও বেরোতে পারেনি আরসিবি। গেইল শেষ ম্যাচে দূর্দান্ত খেললেও, তাঁর ফর্মের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থাকছেই। বর্ডার-গাওস্কার ট্রফিতে চোট পাওয়ার জন্য আইপিএলের প্রথম তিনটি ম্যাচে বিরাট থাকতে পারেনি আরসিবিতে। এই তিনটি ম্যাচের মধ্যে একটিতে জিতেছিল এই দল। এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলের একদম তলানিতে থাকা এই দলকে টেনে তুলতে গেলে বিরাটকেই বিরাট ভূমিকা গ্রহণ করতে হবে।