আইপিএল ২০১৭ঃ চ্যাম্পিয়নের তকমা পাবে কোন দল, রায় দিল জ্যোতিষী 1
আইপিএলের সেনাপতি

দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকে কাঠি পড়ল আইপিএলের। প্রায় দেড়মাস ধরে এবার চলবে টানটান উত্তেজনার খেলা, বিতর্ক, রেকর্ড ভাঙাগড়ার যজ্ঞ। বিলাসবহুল এই লিগের প্রতিটা দল নিজেদের সেরাটা দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত। কিন্তু সবাই ভাল খেললেও একজনের হাতেই উঠতে চলেছে আইপিএলের বিজয়ী ট্রফি। একে অপরকে টেক্কা দেওয়ার মত এক একটা দল। স্বয়ং দুঁদে ক্রিকেট বিশেষজ্ঞদের পক্ষেই বলা কঠিন কোন দল এই বছরের আইপিএল চ্যাম্পিয়ন হতে পারে। কিন্তু গ্রহ নক্ষত্রের উপর ভিত্তি করে ইতিমধ্যেই এক জ্যোতিষি ঠিক করে ফেলেছে প্লে অফের চারটি দলকে।

গ্রীনস্টোন লোবো নামে এক জ্যোতিষি আইপিএল তারকাদের গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থানের পুঙ্খানুপুঙ্খ বিচার করে, এই বছরে আইপিএলের সম্ভাব্য বিজয়ীদের এক তালিকা তৈরি করে ফেলেছে। জ্যোতিষি লোবোর বিশ্লেষণ অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স এই বছরে কোনওভাবেই চ্যাম্পিয়ন হতে পারবে না। কারণ দু’বার তাদের ভাগ্য অনুকূল ছিল ও তারা দুবারই চ্যাম্পিয়ন হয়েছে। পাশাপাশি ইউসুফ পাঠান, হরভজন সিংহ ও লাসিথ মালিঙ্গার গ্রহের অবস্থান অনুযায়ী এই বছর তাঁরা বেশ ক্লান্ত। নিজেদের সেরা প্রদর্শন করা তাঁদের পক্ষে খুবই কঠিন। এই ত্রয়ীর সেরা প্রদর্শনের উপরেই তাদের দলের সাফল্য বেশ কিছুটা নির্ভর করে তা বলাই বাহুল্য।

এদিকে, এবছরের যে দলের দিকে সবার চোখ থাকবে, সেই রাইজিং পুনে সুপারজায়ন্টসকেও বিজয়দের দৌড়ে রাখেননি লোবো। কারণ, স্টিভ স্মিথের ভাগ্যে এখনই চ্যাম্পিয়ন হওয়ার যোগ নেই। তাছাড়া এই দলের কোচ স্টিফেন ফ্লেমিং চেন্নাই সুপার কিংগসের হয়ে একবার চ্যাম্পিয়নের খেতাব পেয়েছে। তাই এই বছর চ্যাম্পিয়ন হওয়ার আশাও ক্ষীন স্টিভ স্মিথের এই দলের। গ্লেন ম্যাক্সওয়েলের কিংস ইলেভেনও একই জায়গায় দাঁড়িয়ে। লোবোর ভবিষ্যতবানী অনুযায়ী ইংল্যান্ডের ইয়ন মর্গান অধিনায়ক হলে তাও একটা সুযোগ ছিল পাঞ্জাবের, তবে সেক্ষেত্রে মুরালী বিজয়, শন মার্শ ও ডারেন স্যামিকে একাদশ থেকে বাদ দিতে হত।

বাকি পড়ে থাকা চারটি দলের মধ্যে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের এবছরে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অনেকটাই বেশি। এছাড়াও এই দৌড়ে রয়েছে সুরেশ রায়নার গুজরাট লায়ন্স, জাহির খানের দিল্লি ডেয়ার ডেভিলস, ও ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ। লোবোর বিশ্লেষণ অনুযায়ী আরসিবি অনেকটা সামঞ্জস্যপূর্ণ দল। এই চারটি দলের তুলনায় হায়দ্রাবাদের দলটির গ্রহের জোর একটু নিচে রয়েছে। তবে এই লিগের কালো ঘোড়া হিসেবে দিল্লিকেই দেখছেন লোবো। দিল্লির এই ফ্রাঞ্চাইজির ক্ষেত্রে বিরাট ফ্যাক্টর হয়েছেন দলের কোচ প্যাডি আপটন ও মেন্টর রাহুল দ্রাবিড়। আরসিবি ও দিল্লি ডেয়ারডেভিলসকে এগিয়ে রাখলেও সময়ই বলবে লোবোর এই ভবিষ্যতবানী আদতে কতটা সফল হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *