বাদ গেল আরসিবির আরও এক তারকা ক্রিকেটার, মাথায় বাজ কোহলিদের 1
বিরাট কোহলি

সাংঘাতিক ধাক্কা খেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। চোটের কারণে এই মরশুমে আরসিবির হয়ে দেখা যাবে না কে এল রাহুলকে। রাহুল এতদিন ধরে আরসিবির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। ২০১৬ তেও আরসিবির রানার্স আপ হওয়ার পিছনে রাহুলের অনবদ্য ভূমিকা রয়েছে।

এক সপ্তাহ বাকি থাকতে বড় ধাক্কা পেল আরসিবি, বিরাটকে খোয়াতে পারে তারা

কাঁধে একটি চোটের সমস্যায় বহুদিন ধরেই ভুগছিলেন রাহুল। পুনেতে প্রথম টেস্ট খেলার পরই সেই চোটের অবনতি হয়। তবে চোট নিয়েই গোটা সিরিজে খেলা চালিয়ে যান তিনি। ভাল প্রদর্শনও করেন। বেঙ্গালুরু টেস্ট শেষ হওয়ার পর রাহুল বলেছিলেন, “এই চোটের জন্য বেশ অসুবিধা হচ্ছে। আমার কাঁধে এখনও কালসিটে পরে আছে। এর জন্য আমি ঠিক মত ফিল্ডিং করতে পারছিনা। আমি সমস্ত রকম শট খেলতে সক্ষম হলেও, তা খেলতে পারছিনা। এটা আমি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছি। এবার আমি এই চোটের দিকে গুরুত্ব দিতে চাই।”

খুব শিঘ্রই রাহুলের কাঁধে অস্ত্রপচার করা হবে বলেও জানা গিয়েছে। কর্ণাটকের এই তারকা ব্যাটসম্যান আইপিএলে না থাকায়, খুবই সমস্যার মধ্যে পড়েছে আরসিবি। বিশেষ করে গত একবছর ধরেই রাহুল ভাল ফর্মেও রয়েছেন। এই খবর জেনে ট্যুইট করে ধারাভাষ্যকার হর্ষ ভোগলে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, “বিরাট কোহলির চোট শোনার পর বেশ আশাহত হয়েছিলাম। সেই রেশ কাটতে না কাটতেই শুনছি কে এল রাহুলও চোটের কারণে খেলতে পারবেনা। এটা সত্যিই দুর্ভাগ্যজনক।”

শেষ আইপিএলে আরসিবিকে রানার্স আপ করার পিছনে রাহুলের অবদান কম নয়। প্রতিটা ম্যাচেই রান করে রাহুল আরসিবিকে শাসন করতে সাহায্য করেছিল। ২০১৬ আইপিএলে ১৪ ম্যাচে ৪৪.১১ গড়ে মোট ৩৯৭ রান করেন রাহুল। এই অন্তিম লগ্নে রাহুলের পরিবর্তে কাকে নেওয়া হবে সেই বিষয়ে রীতিমত চিন্তায় পড়েছেন আরসিবি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *