Use your ← → (arrow) keys to browse
বিশেষ প্রতিবেদন: রবিবার পুণেতে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। নতুন অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে সীমিত ওভারের ক্রিকেটে নামতে চলেছে টিম ইন্ডিয়া। রবিবাসরীয় এই ম্যাচে জয় তুলে নিতে মরিয়া ভারতীয় দলের ক্রিকেটাররা। আসলে যে কোন সিরিজের শুরুটা ভাল হওয়া খুব জরুরি। আর এখন সেটাই করে দেখাতে চাইছে কোহলি ব্রিগেড। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে দলে কে কে থাকবেন তা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। আসলে কোচ কুম্বলে জানিয়ে দিয়েছেন, পিচ ও পরিবেশ দেখে প্রথম এগারো সাজানো হবে। তাঁর হাতে এত ‘অপশন’ রয়েছে যে, প্রথম এগারো সাজাতে হিমসিম খাচ্ছেন। তবে তিনি যা ইঙ্গিত দিচ্ছেন, তাতে এমনটা হতে পারে প্রথম একদিনের ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার প্রথম একাদশ-
Use your ← → (arrow) keys to browse