শ্রীলঙ্কার বিপক্ষে ম‍্যাচে ভারতের মিডল অর্ডাররা নিজেদের প্রমাণ করুক, চাইছেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক ! 1

ইতিমধ্যে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে বিরাটরা।এজবাস্টনে বাংলাদেশ কে হারিয়ে ফের আরেকবার বিরাটরা পৌঁছে গেছে সেমিফাইনালে।এই নিয়ে মোট সাতবার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত।শুরু থেকেই চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে পাওয়া গেছে বিরাটদের।যদিও দলের মিডল অর্ডারের ভগ্নদশা বেরিয়ে এসেছিলো প্রকাশ‍্যে।তাই সেমিফাইনালে খেলতে নামার আগে গ্রুপ লিগের শেষ ম‍্যাচে এই বিষয়টির দিকে নজর দিক বিরাটরা, এমনটাই পরামর্শ দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন ।

শ্রীলঙ্কার বিপক্ষে ম‍্যাচে ভারতের মিডল অর্ডাররা নিজেদের প্রমাণ করুক, চাইছেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক ! 2

দলের প্রথম দিকের ব‍্যাটসম‍্যানরা নিজেদের কাজ করলেও মিডল অর্ডারের ব‍্যার্থতা উঠে এসেছিলো প্রকাশ‍্যে।বিষয়টি ঋতিমতো চিন্তার কারন হয়ে দাড়িয়েছে বিরাটদের কাছে।এমনকি বিতর্কের ঝড় বয়ে গেছে ধোনি এবং কেদার যাদবের ব‍্যাটিং নিয়ে।দল যখন সমস্যায় তখন ধোনির মন্থর ইনিংস তাকে তীব্র সমালোচনার মুখে দাড় করিয়েছিলো। তাই সেমিফাইনালে ম‍্যাচের আগে দলের মিডল অর্ডার ব‍্যাটসম‍্যানরা নিজেদের প্রমাণ করূক চাইছেন আজহার।

শ্রীলঙ্কার বিপক্ষে ম‍্যাচে ভারতের মিডল অর্ডাররা নিজেদের প্রমাণ করুক, চাইছেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক ! 3

শ্রীলঙ্কার বিপক্ষে ম‍্যাচের আগে সাক্ষাকারে আজহার জানিয়েছেন, মিডল অর্ডার ব‍্যাটসম‍্যানেরা নিজেদের প্রমাণ করুক।যেকোনো দিন ম‍্যাচে দলের প্রথম বেশ কিছু উইকেট পড়ে যেতেই পারে, এক্ষেত্রে নিজেদের তৈরী রাখা উচিত বলেই মনে করেন আজহার।ইতিমধ্যে সুযোগ পেয়ে ম‍্যাচে হাল ধরে নিজেকে প্রমাণ দিয়েছেন ঋষভ পন্থ।এইবার দলের বাকী ক্রিকেটারেরাও নিজেদের প্রমাণ দিক, এমনটাই চাইছেন এই প্রাক্তন ভারত অধিনায়ক।

শ্রীলঙ্কার বিপক্ষে ম‍্যাচে ভারতের মিডল অর্ডাররা নিজেদের প্রমাণ করুক, চাইছেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক ! 4

প্রসঙ্গত, ২০১১ এর বিশ্বকাপের ফাইনালে ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছিল ভারত – শ্রীলঙ্কা।সেইবার ১৯৮৩ এর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলো ভারত।ইতিমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কা।খানিকটা আনকোড়া দল নিয়ে এবারের বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছিলেন দিমুথ করুনারত্নের দল।অন‍্যদিকে এবারের বিশ্বকাপে শুরু থেকেই দাপটের সাথে একের পর এক ম‍্যাচ খেলে সেমিফাইনালে পৌঁছে গেছে বিরাটরা।এবারের বিশ্বকাপ শুরুর আগের থেকে বিরাটদের অন‍্যতম ফেবারিট বলে মনে করা হচ্ছিলো।প্রত‍্যাশা মতোই অপ্রতিরোধ্য থেকে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে ইতিমধ্যে দেশের তিন নম্বর বিশ্বসেরা হওয়ার সম্ভাবনা কে অনেকটাই উজ্জ্বল করে তুলেছে ” মেন ইন ব্লু ” ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *