ভারত আর ইংল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ গতকাল হেডিংলের লীডস ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচে ইংল্যান্ড টিম দুর্দান্ত প্রদর্শন করে ৮ উইকেট জয় লাভ করে। এই ম্যাচ জেতার পাশাপাশি ইংল্যান্ড ২-১ ফলাফলে সিরিজও নিজেদের নামে করে নেয়। সেই সঙ্গে আজকে ভারতীয় টেস্ট টিমের ঘোষণা দেওয়া হয়। প্রথম তিনটি টেস্টে রোহিত শর্মাকে টিমে জায়গা দেওয়া হয়নি। যদিও তাঁর টেস্টের রেকর্ড খারাপ ছিলনা।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে ভারত, যেটার প্রথম ম্যাচ শুরু হচ্ছে আগামী ১লা অগাস্ট থেকে। শেষের ম্যাচ গুলি ৭থেকে ১১সেপ্টেম্বর পর্যন্ত হবে। আর সেই টেস্ট ম্যাচের জন্য আজকে ভারতীয় টিমের ঘোষণা করলো ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড(BCCI)।
একনজরে দেখেনিন ভারতের টেস্ট টিম:-
বিরাট কোহলি (ক্যাপ্টেন), শিখর ধবন, লোকেশ রাহুল, মুরলী বিজয়,অজিঙ্ক রাহানে (উপ-ক্যাপ্টেন),চেতেশ্বর পুজারা,করুন নায়ার,দীনেশ কার্তিক(WK),ঋষভ পন্থ(WK),রবিচন্দ্রন অশ্বিন,রবীন্দ্র জাদেজা,কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া, ইশান্ত শর্মা,মহম্মদ শামী,উমেশ যাদব,জসপ্রীত বুমরাহ এবং শার্দুল ঠাকুর।