Prev1 of 12
Use your ← → (arrow) keys to browse

বিশেষ প্রতিবেদন: পরাজয় অবশ্যম্ভাবী ছিল। ৬২২ রানের জবাবে প্রথম ইনিংসে ১৮৩ আউট হয়ে যাওয়ার পর ৪৩৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ব্যাট করতে নামার পরই সবাই ধরে নিয়েছিল ইনিংস পরাজয় ঘটছে ঘরের দলের। তবে সেই পরাজয়টা একটু বিলম্বিত হয় দুই ব্যাটসম্যানের দৃঢ়তায়। দিমুথ করুণারত্নে আর কুশল মেন্ডিসের অসাধারণ দুটি সেঞ্চুরি সত্ত্বেও ইনিংস ব্যবধানে হারতে হল শ্রীলঙ্কাকে। পরাজয়ের ব্যবধান এক ইনিংস ও ৫৩ রান। সে সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজে এক ম্যাচ হাতে রেখেই জিতে নিল ভারত।

নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে শ্রীলঙ্কার মাটিতে এই প্রথম ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া। তবে সব মিলিয়ে এই নিয়ে ৩০বার ইনিংস ব্যবধানে প্রতিপক্ষকে হারানোর রেকর্ড গড়ল ভারত। এই জয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে তিন টেস্টের সিরিজও নিশ্চিত করল বিরাট কোহলির দল। শ্রীলঙ্কার মাটিতে দু’বার টেস্ট সিরিজ জয় করা প্রথম ভারতীয় অধিনায়কও হলেন কোহলি।

কলম্বো টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ব্যবধানে পরাজিত করার পেছনে সবচেয়ে বড় অবদানটি রেখেছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ইনিংসে স্পিনার জাদেজা ৫টি উইকেট তুলে নেন। ব্যাট হাতে প্রথমে করেছিলেন অপরাজিত ৭০ রান। এরপর বল হাতে দুই ইনিংসে নিয়েছেন ৭ (২+৫) উইকেট। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে যখন শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ানোর অবস্থায় ছিল, তখন তাদের ব্যাটিংয়ে ধ্বস নামানোর কাজটি করেছিলেন রবীন্দ্র জাদেজাই। ম্যাচ শেষে সেরার পুরস্কারও উঠেছিল তার হাতে।

তবে ম্যাচজয়ী এই ক্রিকেটারের ওপরই এক ম্যাচ নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাল্লেকেলে’তে সিরিজের শেষ টেস্টে খেলতে পারবেন না তিনি। শুধু তাই নয়, ম্যাচ ফির ৫০ ভাগ, অর্থ্যাৎ অর্ধেক জরিমানা করা হয়েছে তাকে। জাদেজার অনুপস্থিতিতে কে ভারতীয় দলে ঢুকবেন তা নিয়ে ভাবছে ভারতীয় টিম ম্যানেজমান্ট। তবে ভারত সিরিজ জিতে যাওয়ায় কিছুটা হলেও ফুরফুরে মেজাজে টিম  ইন্ডিয়া। দেখে নেইয়া যাক কমেন হতে পারে

Prev1 of 12
Use your ← → (arrow) keys to browse
SHARE

আরও পড়ুন

প্র্যাকটিস ম্যাচ জিতে ভারতকে নিয়ে এই বড়ো বয়ান দিলেন কেন উইলিয়ামসন

বিশ্বকাপ ২০১৯ আগামি ৩০ মে থেকে ইংল্যাণ্ডে শুরু হতে চলেছে। তার আগেই ঢাকে কাঠি পড়ে গেল বিশ্বক্রিকেটের...

প্র্যাকটিস ম্যাচে হারের পর একে দোষ দিয়ে বিরাট বললেন এদের নিতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা

প্র্যাকটিস ম্যাচে হারের পর একে দোষ দিয়ে বিরাট বললেন এদের নিতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা
আইসিসি বিশ্বকাপে শনিবার ওভালে ভারত আর নিউজিল্যাণ্ডের মধ্যে একটি প্র্যাকটিস ম্যাচ খেলা হয়েছে। এই ম্যাচে টিম ইন্ডিয়ার...

কাউন্টি ক্রিকেটে অভিষেকেই দুরন্ত রাহানে, করলেন শতরান ! ভক্তরা এই ভাবে দেখালেন খুশি

বুধবার নিউপোর্টের কাউন্টি গ্রাউন্ডে নটিংহ‍্যামশায়ারের বিপক্ষে কাউন্টি ক্রিকেটে নিজের প্রথম সেন্চুরি টি করে ফেললেন অজিঙ্কা রাহানে। ভারতের...

দেখে নিন বিশ্বকাপের সবচেয়ে বেশি শতরানকারী পাঁচ ক্রিকেটারের তালিকা !

আগামী ৩০ শে মে থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে বসতে চলেছে বিশ্বকাপের আস‍র।এবার কাপজেতার অন‍্যতম দাবিদার মনে করা...

দেখে নিন ক্রিকেট বিশ্বকাপের সেরা দশটি ম‍্যাচের তালিকা ! যা ছিল দেখার মতো

আগামী ৩০ শে মে থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ ক্রিকেটের আসর। ঘরের মাঠে...