Use your ← → (arrow) keys to browse
ভারতের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই টেস্ট ম্যাচের পর সিরিজের ফল আপাতত ১-১। পুনেতে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ৩৩৩ রানে ভারতকে হারায়, যেখানে বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারত অস্ট্রেলিয়াকে ৭৫ রানে হারিয়ে সিরিজের সমতা ফেরায়।
এবার সিরিজের বাকি দুই টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা হল আজ। মোট ১৫-সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হল সিরিজের বাকি দুই টেস্টের জন্য।
আগামী ১৬ই মার্চে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট, যেখানে শেষ টেস্ট শুরু হবে আগামী ২৫শে মার্চ। শেষ দুই টেস্ট ম্যাচের কেন্দ্রস্থল হল যথাক্রমে রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্স এবং ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়াম।
বিরাট কোহলি (অধিনায়ক)
Use your ← → (arrow) keys to browse