বিশ্বজুড়ে চলা মি টু অভিযান এখন ক্রিকেট জগতেও পৌঁছে গিয়েছে। এক প্রাক্তণ ভারতীয় এয়ার হোস্টেস সম্প্রতি কিছুদিন আগেই ১৯৯৬ ১৯৯৬ সাল নাগাদ শ্রীলঙ্কাকে নিজের অধিনায়কত্বে বিশ্বকাপ জেতানো অর্জুন রণতুঙ্গার উপর গুরুতর অভিযোগ করেছেন। প্রসঙ্গত মিডিয়ার সূত্র অনুযায়ী এই ভারতীয় এয়ার হোস্টেস অর্জুন রণতুঙ্গার উপর তার সঙ্গে জবরদস্তি করার অভিযোগ এনেছেন।
ফেসবুকে পোষ্ট করে জানিয়েছেন
এই এয়ার হোস্টেজ নিজের ফেসবুক ওয়ালে একটি পোষ্ট করেছেন আর তাতে লিখেছেন যে,
“মুম্বাইয়ের একটি হোটেলে আমার এক বন্ধু ভারত আর শ্রীলঙ্কান ক্রিকেটেরদের দেখতে পায়। আমাদের ইচ্ছে হয় ওদের থেকে অটোগ্রাফ নেওয়ার। আমরা দুজনে ওখানে যাই। ওরা আমাদের ড্রিংকস অফার করেন, কিন্তু আমরা মানা করে দিই আর জলের বোতল তুলে নিই। সেই সময় আমার বন্ধু একজন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে সুইমিং পুলে চলে যায়’।
পাসপোর্ট রদ এবং পুলিশের হুমকি দেয়
ওই মহিলা আগে বলতে গিয়ে লেখেন,
“সেই সময় অর্জুন রণতুঙ্গা আমার কোমর চেপে ধরে আর আমার বডি পার্টসকে ছোঁয়ার চেষ্টা করতে থাকে। আমি ভীষণই ঘাবড়ে গিয়েছিলাম। সেই সময় আমি ওনার পায়ে লাঠি মারি আর তাকে পুলিশে অভিযোগ করার পাসপোর্ট রদ করে দেওয়ার সমস্ত হুঁশিয়ারি দিয়েছিলাম, কারণ উনি একজন শ্রীলঙ্কান খেলোয়াড় ছিলেন যিনি একজন ভারতীয়র সঙ্গে অসভ্যতামি করছিলেন। শুধু তাই নয় আমি এর অভিযোগ হোটেলে গিয়ে রিশেপশনেও করি কিন্তু সেখানে আমাকে এটা বলে উড়িয়ে দেওয়া হয় যে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমরা আপনাকে কোনও সাহায্য করতে পারব না”।

কেমন ছিল এই খেলোয়াড়ের কেরিয়ার
অর্জুন রণতুঙ্গা শ্রীলঙ্কার হয়ে ৯৩টি টেস্ট ম্যাচের ১৫৫টি ইনিংস খেলেন আর ৫১০৫ রান করেন। শুধু তাই নয় এখনও পর্যন্ত তিনি মোট ২৬৯টি ওয়ানডে ম্যাচ খেলে যেখানে তিনি ৪৭বার নটআউট থাকেন।