ভারতের মানচিত্র নিয়ে মহিলার অন্তর্বাসের সাথে তুলনা দেখে নিন কি করলেন অস্ট্রেলিয়ান সাংবাদিক 1

ভারতের মানচিত্র নিয়ে মহিলার অন্তর্বাসের সাথে তুলনা দেখে নিন কি করলেন অস্ট্রেলিয়ান সাংবাদিক 2

এক দুই করে টানা এগারো টি একদিনের আন্তর্জাতিক খেলায় হারল অস্ট্রেলিয়া। ইন্দোরে তৃতীয় আন্তর্জাতিক ম্যাচে হেরে দুই ম্যাচ বাকি থাকতে ই পাঁচ ম্যাচের সিরিজও হারাল। আর একদিকে টানা জিতে ই চলছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারার পর যেন জয়ের রথ থামছে ই না ভারতে। হোক সেটা ক্যারিবিয়ান দ্বীপে কিংবা উপমহাদেশের দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা অথবা নিজেদের ঘরে মাঠে ; সর্বত্র ই অজয়ে ‘টিম ইন্ডিয়া’।

ভারতের মানচিত্র নিয়ে মহিলার অন্তর্বাসের সাথে তুলনা দেখে নিন কি করলেন অস্ট্রেলিয়ান সাংবাদিক 3

‘১৫ বছর আগে অস্ট্রেলিয়াকে যেমন খেলতে দেখতাম, এখনকার ভারত ঠিক তেমনটাই খেলছে।’— কথাগুলো বলেছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক রবি শাস্ত্রী। তৃতীয় ওয়ানডেতে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে সিরিজে প্রথম বারের মত আগে ব্যাট করা অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে তোলে ২৯৩ রান। দারুণ ব্যাটিং পিচে তিনশ’র উপরে রান তোলার আভাস দিলেও সেটা হয়নি।

https://twitter.com/DennisCricket_/status/911882395808276480

কারণ মিডল অর্ডার থেকে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেনি। তবে সিরিজে নিজেদের দলীয় সর্বোচ্চ রান ঠিক তুলে নিয়েছে অসিরা। হিলটন কার্টরাইটের বদলে অ্যারন ফিঞ্চ ওয়ানডেতে সুযোগ পান গত জুনের পর। ফিরেই দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এ ওপেনার। ডেভিড ওয়ার্নার (৪২) হাফসেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ার আগে তার সঙ্গে ৭০ রানের জুটি গড়েন ফিঞ্চ। এরপর স্টিভেন স্মিথের সঙ্গে ফিঞ্চের অসাধারণ এক জুটি। ১৫৪ রান আসে তাদের দুজনের জুটিতে। ১০০ বলে ক্যারিয়ারের ৮ নম্বর সেঞ্চুরি করেন ফিঞ্চ। ১২৫ বলে ১২ চার ও ৫ ছয়ে ১২৪ রান করে কুলদীপ যাদবের বলে কেদার যাদবের হাতে ক্যাপ দিয়ে ফিরেন ফিঞ্চ। ভারতকে ২৯৪ রানের লড়াকু টার্গেট দিয়েও স্বস্তিতে থাকেনি অস্ট্রেলিয়া।

ভারতের মানচিত্র নিয়ে মহিলার অন্তর্বাসের সাথে তুলনা দেখে নিন কি করলেন অস্ট্রেলিয়ান সাংবাদিক 4

উদ্বোধনী জুটিতেই স্বাগতিকদের জয়ের ভিত তৈরি হয়ে যায়। ১৩৯ রানের জুটি গড়েন দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা। এ জুটি ভাঙেন নাথান কোল্টার-নাইল। ৬২ বলে ৭১ রানে বদলি ফিল্ডার কার্টরাইটের ক্যাচ হন রোহিত। রোহিত আউট হওয়ার ৮ রান পরেই ফিরে গেছেন রাহানে (৭০)। তবে দলকে শঙ্কামুক্ত করেছেন হার্দিক পান্ডিয়া ও বিরাট কোহলি। দলকে দুই শ পার করে অধিনায়ক কোহলি (২৮) অবশ্য আউট হোন বাজে এক শট খেলে। ৬ বলের মধ্যে কোহলি ও কেদার যাদব আউট হলে খেলা সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে পঞ্চম উইকেটে মনীশ পাণ্ডেকে নিয়ে পান্ডিয়ার ৭৮ রানের জুটি অনায়াস জয় নিশ্চিত করেছে ভারতের। এই জয় ভারতকে একদিনের ক্রিকেটে আইসিসির তালিকায় এক নম্বর দল বানিয়ে দেয়। এদিকে মাঠে অস্ট্রেলিয়ার পরাজয় রথ চললেও অস্ট্রেলিয়ান সাংবাদিক ডেননিস ফ্রেডরিক ভারতকে নিয়ে ব্যঙ্গ করে ই যাচ্ছেন। এর আগে পাকিস্তানে বিশ্ব একাদশ ও পাকিস্তানের মধ্যকার টি টুয়েন্টি সিরিজ চলাকালীন সময় বিরাট কোহলী খোচা মেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝাড়ু হাতে কোহলীর ছবি পোস্ট করেন। এখন আবার গত ২৪ তারিখ টুইটারের ভারতে মানচিত্রের ছবি ব্যঙ্গ করে পোস্ট করেন

ভারতের মানচিত্র নিয়ে মহিলার অন্তর্বাসের সাথে তুলনা দেখে নিন কি করলেন অস্ট্রেলিয়ান সাংবাদিক 5

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *