আইপিএলে বেশ কিছু বছর চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস আর পুণে ওয়ারিয়ার্সের মত বেশ কিছু দলের হয়ে খেলেছেন আর দিল্লি রঞ্জি ট্রফি দলের প্রাক্তন অধিনায়ক থেকেছেন মিঠুন মিনহাস। তিনি একটি টুইট করেছেন যারপর ভারতীয় সেনার জন্য সকলের মন সম্মান আরো বেড়ে গিয়েছে। মিঠুন মিনহাস নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে জানিয়েছেন যে ভারতীয় সেনা জম্মুর ভদ্রবাহতে থাকা তার ঠাকুরদা আর ঠাকুমাকে সাহায্য করেছে।
মিঠুন মিনহাস টুইট করে জানিয়েছেন খবর
মিঠুন মিনহাস জানিয়েছেন যে সেনার জওয়ানরা তার ঠাকুরদা-ঠাকুমার কাছে ওষুধ পৌঁছে দিয়েছে আর তাদের শরীর স্বাস্থ্যের খেয়াল রেখেছে। মিঠুনের ঠাকুরদা-ঠাকুমা জম্মুর ভদ্রবাহতে থাকেন, আর বেশ কিছুদিন ধরে তার ঠাকুমা-ঠাকুরদা যথেষ্ট অসুস্থ ছিলেন। এই কারণে স্বয়ং ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা তাদের দেখরেখ আর ওষুধের দায়িত্ব নিয়েছিল। মিঠুন টুইটারে লিখেছেন যে,
“আমার ঠাকুরদা-ঠাকুমা ভদ্রবাহতে থাকেন, আর তারা যথেষ্ট বয়স্ক। আমি এই মাত্র খবর পেয়েছি সে তারা কুশলে আছেন। আমি ইন্ডিয়ান আর্মিকে তাদের খেয়াল রাখার জন্য ধন্যবাদ জানাতে চাই। তারা আমার ঠাকুরদা-ঠাকুমার দেখরেখ করেছেন আর তাদের ওষুধও পৌঁছে দিয়েছেন। জয় জওয়ান”।
My grandparents live in Bhaderwah, J&K , they r quite old . Just got the news that they are doing fine . Would like to thank the 🇮🇳 Indian army for taking care of the medical needs and visiting them on regular basis !! Jai jawan!! @adgpi @PMOIndia
— Mithun Manhas 🇮🇳 (@MithunManhas) 11 August 2019
মিনহাসের ক্রিকেট কেরিয়ায়র
৩৯ বছর বয়েসী মিঠুন মিনহাস একজন অলরাউন্ডার। তিনি স্বয়ং জম্মুরই বাসিন্দা। তিনি দিল্লি রঞ্জি দলের হয়ে বেশ কিছু বছর পর্যন্ত অধিনায়কত্ব করেছেন। মিঠুন নিজের শেষ ফার্স্টক্লাস ম্যাচ ২০১৬য় খেলেছিলেন। মিঠুন মিনহাস প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৫.৮২ গড়ে ৯৭১৪ রান করেছেন, যার মধ্যে ২৭টি সেঞ্চুরি আর ৪৯টি হাফসেঞ্চুরি শামিল রয়েছে। এর সঙ্গেই তিনি বোলিংয়েও কৃতিত্ব দেখিয়েছেন আর ৪৬.৬৫ গড়ে ৪০টি উইকেট নিয়েছেন। এছাড়াও তিনি টি-২০তে ৭২টি ইনিংসে ২১.৬৬ গড়ে ১১৭০ রান করেছেন, এছাড়াও বোলিংয়ে তিনি ৯টি ইনিংসে ২৯.৬০ গড়ে ৫টি উইকেট নিয়েছেন।