ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যে ধর্মশালায় হতে চলা প্রথম টি-২০ ম্যাচ বৃষ্টির কারণে রদ হয়ে গিয়েছে। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে হতে চলা এই ম্যাচে আগে থেকেই বৃষ্টির সম্ভবনা ছিল। ম্যাচের একদিন আগে কাল বৃষ্টির কারণে প্লেয়াররা মাঠে প্র্যাকটিস করতে পারেননি।
টসও হয়নি
ধর্মশালাতে সকাল থেকেই লাগাতার বৃষ্টি হচ্ছিল আর এই কারণে ম্যাচে টসও হয়নি। পুরো মাঠ জলে ভরে গিয়েছিল আর এই কারণে দ্রুতই ম্যাচ রদ করার ঘোষণা করে দেওয়া হয়। ভারতীয় দলের ম্যাচ লাগাতার বৃষ্টির কারণে প্রভাবিত হচ্ছে। এর আগেও ওয়েস্টইন্ডিজ সফরে প্রায় সমস্ত ম্যাচে বৃষ্টি এসেছিল অন্যদিকে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ফলাফল হীন থেকেছে অন্যদিকে বেশ কিছু ম্যাচে ওভার কম হয়েছে।
১৮ তারিখ দ্বিতীয় ম্যাচ
ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৮ সেপ্টেম্বর মোহালির আইএস বিন্দ্রা ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। অন্যদিকে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ ব্যাঙ্গালুরুতে হবে। এটা টি-২০ ক্রিকেটে দ্বিতীয়বার যখন ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলা হওয়া ম্যাচ রদ হল। এর আগে ২০১৫য় দুই দলের মধ্যে কলকাতায় খেলা হতে চলা ম্যাচও বৃষ্টির কারণে রদ হয়ে গিয়েছল।
প্রথম জয়ের অপেক্ষা
ভারতের নিজেদের দেশে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনো প্রথম টি-২০ জয়ের অপেক্ষা রয়েছে। সমর্থকরা আজ সেই জয়ের আশায় ছিলেন কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ হয়নি আর তাদের অপেক্ষা আরো দীর্ঘ হয়ে গিয়েছিল। এর আগে ভার বিশ্ব বিজেতা ওয়েস্টইন্ডিজকে তাদের দেশেই টি-২০ সিরিজে মাত দিয়েছিল। অন্যদিকে বিশ্বকাপের পর এটা দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচই ছল কিন্তু সেই ম্যাচ হতে পারল না।