ওয়েদার রিপোর্ট: ভারত আর ইংল্যান্ডের ম্যাচ চলাকালীন হতে পারে বৃষ্টি, টস জিতে নিতে হবে এই সিদ্ধান্ত

ভারত আর ইংল্যান্ডের মধ্যে পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচ আজ বুধবার এজবাস্টনের মাঠে খেলা হতে চলেছে। এই ম্যাচে বৃষ্টির সম্ভবনা রয়েছে। ভারত আর ইংল্যান্ডের মধ্যে এই ম্যাচ একটি রোমাঞ্চকর লড়াই হওয়ার পুরো আশা রয়েছে। বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ ক্রিকেট প্রেমী এই ম্যাচটির প্রতীক্ষা করে রয়েছেন।

ম্যাচ চলাকালীন হতে পারে বৃষ্টি

ওয়েদার রিপোর্ট: ভারত আর ইংল্যান্ডের ম্যাচ চলাকালীন হতে পারে বৃষ্টি, টস জিতে নিতে হবে এই সিদ্ধান্ত 1
LONDON, ENGLAND – JULY 29: Rain delays play during the T20 Triangular Tournament match between MCC and Netherlands at Lords on July 29, 2018 in London, England. (Photo by Nathan Stirk/Getty Images)

যতই ব্যার্মিংহ্যামের এজবাস্টন মাঠের এই ম্যাচের প্রতীক্ষা দুনিয়া জুড়ে লক্ষ সমর্থকরা প্রতীক্ষা করে থাকুন, কিন্তু ক্রিকেট সমর্থকদের জন্য একটি খারাপ খবর হল এই ম্যাচে বৃষ্টি হওয়ার সম্পূর্ণ সম্ভবনা রয়েছে। এই টেস্ট ম্যাচ চলাকালীন যদি বৃষ্টি নামে, তাহলে তা ভারতের ক্রিকেট সমর্থকদের পাশাপাশি বিশ্ব জুড়ে ক্রিকেট সমর্থকদের কাছে নিরাশাজনক হবে, দুনিয়ার কোনও ক্রিকেট প্রেমীই এই রোমাঞ্চকর টেস্ট সিরিজে বৃষ্টি হতে দেখতে চাইবেন না।

২২ ডিগ্রি সেলিয়াস থাকবে তাপমাত্রা
ওয়েদার রিপোর্ট: ভারত আর ইংল্যান্ডের ম্যাচ চলাকালীন হতে পারে বৃষ্টি, টস জিতে নিতে হবে এই সিদ্ধান্ত 2
আপনাদের এটাও জানিয়ে রাখি বার্মিংহ্যামে আজ বুধবার ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বাতাসে আদ্রতার পরিমান থাকবে ৫৭ শতাংশ। ১৬ কিমি প্রতি ঘণ্টার গতিতে আজ বার্মিংহ্যামে হাওয়া চলবে।

বৃষ্টিতে ঘরের দলের হবে ফায়দা

ওয়েদার রিপোর্ট: ভারত আর ইংল্যান্ডের ম্যাচ চলাকালীন হতে পারে বৃষ্টি, টস জিতে নিতে হবে এই সিদ্ধান্ত 3
PERTH, AUSTRALIA – NOVEMBER 05: James Anderson of England speaks with Stuart Broad of England during day two of the Ashes series Tour Match between Western Australia XI and England at WACA on November 5, 2017 in Perth, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

বৃষ্টি হলে ঘরের দল সুবিধা পেতে পারে, কারণ ইংল্যান্ডের কাছে জেমস অ্যাণ্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডের অত দুর্দান্ত সুইং বোলার রয়েছে যারা নিজেদের দেশে দুর্দান্ত বোলিং করতে পারেন। ম্যাচ চলাকালীন বৃষ্টি হওয়ার কারণে পিচে আদ্রতা থাকবে, আর এই আদ্রতার ফায়দা ইংল্যান্ডে দুই জোরে বোলার আণ্ডারসন এবং ব্রড তুলতে পারেন। ম্যাচে বৃষ্টির আশঙ্কা হওয়ার কারণে টসের ভূমিকাও গুরুত্বপূর্ণ হতে পারে। দু’দলই এই ম্যাচে টসে জিতে আগে বোলিং করতে চাইবে আর পিচের আদ্রতার ফায়দা নিতে চাইবে। এখন এটা দেখা মজাদার হবে, কোন দল প্রথম টেস্টে টসে জেতে এবং কি সিদ্ধান্ত নেয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *