ভারত বনাম ইংল্যান্ডঃ প্রথম টেস্ট - কোহলির ইতিহাস ও আরো কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যানগত পর্যালোচনা 1

রাজকোটে ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ-ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট অমীমাংসিতভাবে শেষ হল। ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৫৩৭ রানের জবাবে ভারত ৪৮৮ রান তুলতে সক্ষম হয়। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ২৬০/৩ করে ডিক্লেয়ার ঘোষণা করলে, ভারতের সামনে ৩১০ রানের লক্ষ্যমাত্রা দাড়ায়। শেষপর্যন্ত ভারত ৬ উইকেটে ১৭২ রান তুলে ম্যাচ অমীমাংসিতভাবে শেষ করে।

সংক্ষিপ্ত স্কোরঃ

ইংল্যান্ড – ৫৩৭ ও ২৬০/৩ ডিক্লেয়ার

ভারত – ৪৮৮ ও ১৭২/৬ (টার্গেট ৩১০ রান)

ম্যাচের ফল – ড্র

এই টেস্টের কিছু গুরুত্বপূর্ণ উজ্জ্বলতম পরিসংখ্যানগুলি হল নিম্নলিখিতঃ

১। মাত্র ১৯ বছর ২৯৭ দিনে ইংল্যান্ডের হয়ে আর্ন্তজাতিক ক্রিকেটে অভিষেক করলেন হাসিব হামিদ। এই টেস্টে অভিষেক করে হামিদ হয়ে গেলেন ইংল্যান্ডের হয়ে আর্ন্তজাতিক ক্রিকেটে অভিষেক করা কনিষ্ঠতম ওপেনার

 

২। ২০১৬-র ক্যালেন্ডার বর্ষে জো রুট তাঁর ১,০০০ টেস্ট রান পূর্ণ করলেন তেস্তের প্রথম দিনে। ইংল্যান্ডেরই উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্ট-র পরেই রুট হলেন দ্বিতীয় আর্ন্তজাতিক ব্যাটসম্যান যিনি ২০১৬-তে ১,০০০ টেস্ট রান পূর্ণ করলেন।

 

৩। ইংল্যান্ড এই টেস্টের প্রথম ইনিংসে ৫৩৭ রান তোলে। ভারতের মাঠে টেস্ট ক্রিকেট ইতিহাসে এই ইনিংসটি ছিল ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ স্কোর

 

৪। এই ম্যাচে টেস্ট ক্রিকেটে অভিষেক করা রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম হল ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পুজারার ঘরের মাঠ। আর ঘরের মাঠের অভিষেক টেস্টেই শতরান করলেন ডানহাতি ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা। পুজারা হয়ে গেলেন তৃতীয় ভারতীয় ক্রিকেটার যিনি তাঁর ঘরের মাঠের অভিষেক টেস্টেই শতরান করেন। রুসি মোদি এবং একনাথ সোলকার হলেন বাকি দুই ভারতীয় ক্রিকেটার যারা পুজারার পূর্বে এই কৃতিত্ব অর্জন করেছেন।

 

৫। ভারতের প্রথম ইনিংসে অধিনায়ক বিরাট কোহলি ৪০ রান করে হিট উইকেট হন। লালা অমরনাথের পর কোহলিই হলেন ভারতের দ্বিতীয় অধিনায়ক যিনি টেস্ট তথা আর্ন্তজাতিক ক্রিকেটে হিট উইকেট হয়েছেন।

 

৬। টেস্টের শেষদিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে শতরান পূরণ করলেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক, যা তাঁর ভারতের মাটিতে পঞ্চম টেস্ট শতরান। এই শতরানের মাধ্যমে কুক হয়ে গেলেন ভারতের মাটিতে সর্বাধিক টেস্ট শতরানকারি বিদেশি ব্যাটসম্যান

 

৭। ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকের দ্বিতীয় ইনিংসের শতরানটি হল তাঁর ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে ১২তম টেস্ট শতরান। এই শতরানের মাধ্যমে কুক ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবেও সর্বাধিক শতরানকারির মালিক হয়ে উঠলেন।

 

৮। ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি ম্যাচের চতুর্থ ইনিংসে ৪৯ রানে অপরাজিত থাকেন। কোহলি হলেন বিশ্বের একমাত্র অধিনায়ক যিনি টেস্টের চতুর্থ ইনিংসে ৪৯ রানে অপরাজিত থাকলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *