ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার চলমান টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট মেলবোর্নের মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। যদিও সিরিজে বর্তমানে ১-১ এ সমতা রয়েছে, উভয় দলই চাইবে তৃতীয় টেস্টে জয় নিশ্চিত করে সিরিজে এগিয়ে যেতে। অ্যাডিলেড টেস্টে ম্যাচ জিতলেও পার্থ টেস্ট হারতে হয়েছিল বিরাট কোহলির ভারতীয় দলকে। প্রথম টেস্টের পর একাদশ নির্বাচন নিয়ে কিছু সমস্যার কারণেই মূলত ম্যাচে লজ্জাজনক ভাবে হারতে হয় ভারতকে। তাই ২৬ তারিখে তৃতীয় টেস্টকে সামনে রেখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট অবশ্যই চাইবে তাদের সেরা দলটিকে মাঠে নামাতে।
ভারতের মায়াঙ্ক আগরওয়ালের জন্য অবশেষে হয়তো অপেক্ষা শেষ হতে চলেছে। অন্যান্য ওপেনারদের বাজে ফর্মের কারনে এমসিজিতে তাঁর টেস্ট অভিষেক হওয়াটা অনেকটা নিশ্চিতই। তাই ওপেনিংয়ে দেখা যেতে পারে রোহিত শর্মা-মায়াঙ্ক আগরওয়াল জুটি। আর ওয়ান ডাউনে আছেন ইনফর্ম ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা। এই তিন জনের সমন্বয়ে শক্তিশালী টপ অর্ডারই পাচ্ছে ভারতীয় দল। অন্যদিকে, ভারতের সেরা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনও ফিরতে পারেন তৃতীয় টেস্টের একাদশে।
অপরদিকে, অস্ট্রেলিয়াও চাইবে নিজেদের সেরা একাদশটি মাঠে নামিয়ে সিরিজে ২-১ ব্যবধানে গিয়ে যেতে। সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিকরা ১৪৬ রানের বড় ব্যবধানে জয় পায় প্রথম টেস্টে হারের পর। এখন তারা চাইবে দ্বিতীয় টেস্টের পারফরমেন্সের ধারাবাহিকতা তৃতীয় টেস্টেও ধরে রাখতে। এদিকে, সিরিজের শেষ দুই টেস্টের জন্য নতুন ভাবে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পার্থ টেস্টে আঙ্গুলের ইনজুরির শিকার হয়েছিলেন তারকা অজি ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। তবে, ইনজুরি সত্ত্বেও দলের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে তৃতীয় টেস্টে মাঠে দেখা যেতে পারে তাকে।
এবার দেখে নেওয়া যাক দুই দেশের সম্ভাব্য টীম
# ভারতের সম্ভাব্য একাদশ
মায়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি(ক্যাপ্টেন), অজিঙ্কা রাহানে, হুনুমা বিহারী, ঋষভ পন্থ, রবিচন্দন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামী, জাসপ্রিত বুমরাহ
# অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ
অ্যারন ফিঞ্চ, মার্কাস হ্যারিস, উসমান খাজা, শন মার্শ, ট্র্যাভিস হীড, মিচেল মার্শ, টিম পেইন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জোশ হ্যাজেলউড