WTC Final: কেনিংটন ওভালে ভারতের কাজটা ক্রমেই কঠিন থেকে কঠিনতর হচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেই সিদ্ধান্তই এখন ফিরছে ব্যুমেরাং হয়ে। প্রথম ইনিংসে ট্র্যাভিস হেড এবং স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরিতে ৪৬৯ রান স্কোরবোর্ডে যোগ করে অস্ট্রেলয়া। তাড়া করতে নেমে নড়বড়ে শুরু করেছিলো ‘টিম ইন্ডিয়া।’ […]
Category: India tour of Bangladesh
INDIA TOUR OF BANGLADESH 2022
ভারত ও বাংলাদেশের মধ্যে ৩টি ODI ও ২টি টেস্ট ম্যাচ হবে। এই দুই সিরিজের জন্য বাংলাদেশে পৌঁছে গেছে ভারতীয় দল। শেষ মহুর্তে চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ বোলার মোহাম্মদ শামি, তার জায়গায় দলে সামিল হয়েছেন তরুণ বোলার উমরান মালিক। অন্যদিকে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবালও চোটের কারণে বাদ পড়েছেন, তার জায়গায় দুর্দান্ত ওপেনিং ব্যাটসম্যান লিটন দাসকে দলের অধিনায়কত্বের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ দলের অভিজ্ঞ বোলার তাসকিন আহমেদও চোটের কারণে প্রথম একদিবসীয় ম্যাচের বাইরে থাকবেন।
ভারত বনাম বাংলাদেশ ODI সিরিজের সময়সূচী
৪ঠা ডিসেম্বর, ২০২২ — শের বাংলা জাতীয় স্টেডিয়াম — ১১.৩০ AM (IST)
৭ই ডিসেম্বর, ২০২২ — শের বাংলা জাতীয় স্টেডিয়াম — ১১.৩০ AM (IST)
১০ই ডিসেম্বর, ২০২২ — জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম — ১১.৩০ AM (IST)
————————————————–
ভারত বনাম বাংলাদেশ TEST সিরিজের সময়সূচী
১৪ই ডিসেম্বর, ২০২২ — জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম — ৯.০০ AM (IST)
২২ই ডিসেম্বর, ২০২২ — শের বাংলা জাতীয় স্টেডিয়াম — ৯.০০ AM (IST)
—————————————–