WTC Final: “অনেক হয়েছে, এবার অবসর…” ওভালে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন রোহিত, তীব্র কটাক্ষ নেটিজেনদের !!

WTC Final: কেনিংটন ওভালে ভারতের কাজটা ক্রমেই কঠিন থেকে কঠিনতর হচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেই সিদ্ধান্তই এখন ফিরছে ব্যুমেরাং হয়ে। প্রথম ইনিংসে ট্র্যাভিস হেড এবং স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরিতে ৪৬৯ রান স্কোরবোর্ডে যোগ করে অস্ট্রেলয়া। তাড়া করতে নেমে নড়বড়ে শুরু করেছিলো ‘টিম ইন্ডিয়া।’ […]