Prev1 of 16
Use your ← → (arrow) keys to browse

সাম্প্রতিককালে ঘরের মাঠে একের পর এক সাফল্যের পর ভারত এবার তৈরি হচ্ছে ঘরের মাঠেই আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-ম্যাচের টেস্ট সিরিজের জন্য আর এই আসন্ন টেস্ট সিরিজের জন্য ভারতের প্রাথমিক দল ঘোষণা হল আজ। আজ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ১৬-সদস্যের ভারতীয় দল ঘোষণা করল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ২টি টেস্ট ম্যাচের জন্য।

আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে অতিথি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ৪-ম্যাচের টেস্ট সিরিজ। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ভারতের শেষ আন্তর্জাতিক সিরিজ। তাই ভারতের কাছে এই সিরিজের গুরুত্ব অনেকটাই বেশী। নিজেদের সাম্প্রতিককালের অসাধারণ ফর্ম বজায় রাখতে মরিয়া কোহলি বাহিনী।

আজ পর্যন্ত ভারত-অস্ট্রেলিয়া-র মধ্যে মোট ১৩টি টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছে ভারতের মাটিতে। প্রথম দিকে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার আধিপত্য বজায় থাকলেও, পরবর্তীকালে ভারতের কাছে ক্রমাগত পরাস্ত হতে থাকে অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে ১৩টি টেস্ট সিরিজে, অস্ট্রেলিয়া জিতেছে ৪ বার যেখানে ভারত জিতেছে ৭ বার এবং বাকি ২ বার অমিমাংসিত থেকে ছিল। এরমধ্যে শেষ ২ বার অস্ট্রেলিয়া শুধু পরাস্তই হয়নি, বরং প্রতিবারই হোয়াইওয়াশের মত লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হয়। শেষবার অস্ট্রেলিয়া ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ২০০৪ সালে (৪-টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে)।

ভারতের মাটিতে আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়ার ৪-টেস্ট সিরিজের ক্রীড়াসূচিঃ

ম্যাচের তারিখ শহর মাঠ
২৩শে ফেব্রুয়ারি – ২৭শে ফেব্রুয়ারি পুনে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
৪ঠা মার্চ – ৮ই মার্চ বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়াম
১৬ই মার্চ – ২০শে মার্চ রাঁচি জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্স
২৫শে মার্চ – ২৯শে মার্চ ধরমশালা হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়াম

 

এখন আমরা দেখে নেব অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ২ টেস্টের জন্য ভারতের প্রাথমিক দল।

বিরাট কোহলি (অধিনায়ক)

Prev1 of 16
Use your ← → (arrow) keys to browse

আরও পড়ুন

ভারত বনাম অস্ট্রেলিয়া: বক্সিং ডে টেস্টের জন্য রিকি পন্টিং লোকেশ রাহুল-মুরলী বিজয়ের জায়গায় এই ২ খেলোয়াড়কে দিয়ে ইনিংস শুরুয়াত করার দিলেন পরামর্শ

ভারত বনাম অস্ট্রেলিয়া: বক্সিং ডে টেস্টের জন্য রিকি পন্টিং লোকেশ রাহুল-মুরলী বিজয়ের জায়গায় এই ২ খেলোয়াড়কে দিয়ে ইনিংস শুরুয়াত করার দিলেন পরামর্শ
অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে চলতি বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ অ্যাডিলেডে খেলা হয় যার পর দ্বিতীয় টেস্ট ম্যাচ...

স্ট্যাটস: ভারত বনাম অস্ট্রেলিয়া: পার্থ টেস্টের তৃতীয় দিন হল বেশ কিছু রেকর্ড, এমনটা করা বিশ্বের প্রথম খেলোয়াড় হলেন বিরাট

স্ট্যাটস: ভারত বনাম অস্ট্রেলিয়া: পার্থ টেস্টের তৃতীয় দিন হল বেশ কিছু রেকর্ড, এমনটা করা বিশ্বের প্রথম খেলোয়াড় হলেন বিরাটস্ট্যাটস: ভারত বনাম অস্ট্রেলিয়া: পার্থ টেস্টের তৃতীয় দিন হল বেশ কিছু রেকর্ড, এমনটা করা বিশ্বের প্রথম খেলোয়াড় হলেন বিরাট
অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে চলতি ৪ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচ পার্থে খেলা হচ্ছে। পার্থ টেস্ট...

ভারত বনাম অস্ট্রেলিয়া –ভিডিয়ো: হ্যাণ্ডসকম্ব করেছিলেন বিরাটের সঙ্গে বেইমানি, ইশান্তও ঠিক এইভাবে নিলেন অধিনায়কের বদলা

অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে চলতি গাভাস্কার-বর্ডার ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচ পার্থে খেলা হচ্ছে। ৪ ম্যাচের এই টেস্ট...

সাক্ষী ধোনিকে বললেন, এই স্যাণ্ডেল কিনলে তুমিই এর ফিতে বাঁধবে, ধোনি জিতলেন হৃদয়

ভারতীয় দলের প্রাক্তণ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে বাদ পড়েছিলেন। টেস্ট তিনি খেলেন...

ভারতের হার কাছে দেখে বিরাট কোহলি ভারতীয় সমর্থকদের সাহায্যে চাললেন এই চাল আর পেয়ে গেলেন ৪ উইকেট

ভারতের হার কাছে দেখে বিরাট কোহলি ভারতীয় সমর্থকদের সাহায্যে চাললেন এই চাল আর পেয়ে গেলেন ৪ উইকেট
ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে এই মুহুর্তে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলা চলছে। এই সময় বিরাট কোহলি আরো...