Prev1 of 16
Use your ← → (arrow) keys to browse

সাম্প্রতিককালে ঘরের মাঠে একের পর এক সাফল্যের পর ভারত এবার তৈরি হচ্ছে ঘরের মাঠেই আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-ম্যাচের টেস্ট সিরিজের জন্য আর এই আসন্ন টেস্ট সিরিজের জন্য ভারতের প্রাথমিক দল ঘোষণা হল আজ। আজ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ১৬-সদস্যের ভারতীয় দল ঘোষণা করল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ২টি টেস্ট ম্যাচের জন্য।

আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে অতিথি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ৪-ম্যাচের টেস্ট সিরিজ। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ভারতের শেষ আন্তর্জাতিক সিরিজ। তাই ভারতের কাছে এই সিরিজের গুরুত্ব অনেকটাই বেশী। নিজেদের সাম্প্রতিককালের অসাধারণ ফর্ম বজায় রাখতে মরিয়া কোহলি বাহিনী।

আজ পর্যন্ত ভারত-অস্ট্রেলিয়া-র মধ্যে মোট ১৩টি টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছে ভারতের মাটিতে। প্রথম দিকে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার আধিপত্য বজায় থাকলেও, পরবর্তীকালে ভারতের কাছে ক্রমাগত পরাস্ত হতে থাকে অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে ১৩টি টেস্ট সিরিজে, অস্ট্রেলিয়া জিতেছে ৪ বার যেখানে ভারত জিতেছে ৭ বার এবং বাকি ২ বার অমিমাংসিত থেকে ছিল। এরমধ্যে শেষ ২ বার অস্ট্রেলিয়া শুধু পরাস্তই হয়নি, বরং প্রতিবারই হোয়াইওয়াশের মত লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হয়। শেষবার অস্ট্রেলিয়া ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ২০০৪ সালে (৪-টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে)।

ভারতের মাটিতে আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়ার ৪-টেস্ট সিরিজের ক্রীড়াসূচিঃ

ম্যাচের তারিখ শহর মাঠ
২৩শে ফেব্রুয়ারি – ২৭শে ফেব্রুয়ারি পুনে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
৪ঠা মার্চ – ৮ই মার্চ বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়াম
১৬ই মার্চ – ২০শে মার্চ রাঁচি জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্স
২৫শে মার্চ – ২৯শে মার্চ ধরমশালা হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়াম

 

এখন আমরা দেখে নেব অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ২ টেস্টের জন্য ভারতের প্রাথমিক দল।

বিরাট কোহলি (অধিনায়ক)

Prev1 of 16
Use your ← → (arrow) keys to browse

আরও পড়ুন

অশ্বিনের ক্যাচ নেওয়ার পর কোহলি করেছিলেন দুর্ব্যবহার,এখন অশ্বিন দিলেন প্রতিক্রিয়া

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্বের সবচেয়ে আক্রামণাত্মক খেলোয়াড়দের একজন বলে মনে করা হয়। বিরাট কোহলি...

আইপিএলের মাঝে ঘরোয়া ক্রিকেট খেলতে দেশে ফিরে গেলেন এই চেন্নাই তারকা

ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতে আইপিএলের মাঝে ইংল‍্যান্ডে ফিরে গেলেন স‍্যাম বিলিংস। চেন্নাই সুপার কিংসের এই উইকেট কিপার-...

চলতি আইপিএলে আর খেলবেন না এই সতীর্থ, তাকে ” মিস ” করবেন ভুবনেশ্বর কুমার, জানালেন তিনি নিজে।

শেষ ম‍্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হারলেও এই মুহূর্তে লিগ টেবিলের চার নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।১০ ম‍্যাচে...

KKRvsRR: কেমন হবে প্লেয়িং ইলেভেন, জেনে নিন ডুই অর ডাই ম্যাচ কার পাল্লা ভারি

KKRvsRR: কেমন হবে প্লেয়িং ইলেভেন, জেনে নিন ডুই অর ডাই ম্যাচ কার পাল্লা ভারি
২৫ এপ্রিল বৃহস্পতিবার আইপিএল ২০১৯ এর ৪৩তম লীগ ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স...

RCBvsKXIP: জয়ের পর বিরাট কোহলি বললে এই খেলোয়াড় তাদের দলকে দেন ভারসাম্য

RCBvsKXIP: জয়ের পর বিরাট কোহলি বললে এই খেলোয়াড় তাদের দলকে দেন ভারসাম্য
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আইপিএলে লাগাতার তৃতীয় জয় হাসিল করে ফেলেছে। এই দল টুর্নামেন্টের ৪২তম ম্যাচে কিংস ইলেভেন...