গত রবিবার এশিয়া কাপের সুপার ৪ এর ম্যাচে ভারত তাদের দ্বিতীয় ম্যাচ খেলল পাকিস্থানের বিরুদ্ধে। এই ম্যাচ দুবাইতে অবস্থিত দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছে। এই ম্যাচ ভারতীয় দল ৯ উইকেটে জিতে নেয়। এই ম্যাচে এমন একটি ঘটনা ঘটেছে যা বেশ মজাদার।
ভারতীয় সমর্থকরা মালিককে ডাকলেন জামাইবাবু বলে
আপনাদের জানিয়ে দিই ভারতীয় দল আর পাকিস্থানে রমধ্যে খেলা হওয়া এই ম্যাচে ভারতীয় সমর্থকরা শোয়েব মালিককে জামাইবাবু বলে ডাকলেন। আসলে শোয়েব মালিক বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন, তখন বেশ কিছু ভারতীয় সমর্থকরা তাকে জামাইবাবু জামাইবাবু বলে ডাকতে থাকলেন।
জামাইবাবুকে পেছনে ফেরার অনুরোধ
জানিয়ে দিই ভারতীয় সমর্থকরা শুধু মালিককে জামাই বাবু বলেই ডাকেন নি বরং শোয়েব মালিককে পেছনে ফিরে দেখার জন্যও অনুরোধও করেন।
জামাইবাবু হাসি মুখে দেখলেন পেছনে
ভারতীয় সমর্থকদের নিরাশ করেন নি শোয়েব মালিক। যখন ভারতীয় সমর্থকরা মালিককে পেছনে ফিরে দেখার অনুরোধ করেন তো শোয়েব মালিক দ্রুত হাসি মুখে পেছনে ফিরে দেখেন।
এখানে দেখে নিন সেই মজাদার ভিডিয়ো
Wtf indians?? pic.twitter.com/7YkGvVRrIz
— Faiqqq (@HashTagFaiq) September 23, 2018
২০১০ এ সানিয়া মির্জাকে করেছিলেন বিয়ে
প্রসঙ্গত পাকিস্থানী ক্রিকেটার শোয়েব মালিক ১২ এপ্রিল ২০১০ এ ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন। তখন থেকেই ভারতীয় সমর্থকরা মালিককে জামাই বাবু বলে ডাকতে শুরু করেন। যদিও সানিয়া মির্জা আর পাকিস্থানী ক্রিকেটার শোয়েব মালিকের এই বিয়ে নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছিল। বর্তমানে সানিয়া নিজের স্বামী মালিকের সঙ্গে নিজের বিবাহিত জীবনে যথেষ্ট খুশি। দ্রুতই সানিয়া আর শোয়েব দুজন থেকে তিনজন হতে চলেছেন।
পাকিস্থানী ক্রিকেটারের সঙ্গে বিয়ে করা সত্বেও সানিয়া মির্জা ভারতীয় দলের জন্যই টেনিস খেলেন আর দেশের নাম উজ্জ্বল করেন।