রোহিত-বিষ্ণোইয়ের দাপটে প্রথম টি২০তে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ভারত! ক্রিকেট বিশ্ব জানাল কুর্নিশ 1

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) ছয় উইকেটে হারিয়েছে ভারত (India)। এর ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেছে তারা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান করে। নিকোলাস পুরান (Nicholas Pooran) ৪৩ বলে ৬১ রান করেন। এছাড়া কাইল মায়ার্স করেন ৩১ রান এবং অধিনায়ক পোলার্ড ১৯ বলে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া লেগ স্পিনার রবি বিষ্ণোই (Ravi Bishnoi) চমৎকার কাজ করেছেন। চার ওভারে ১৭ রান দিয়ে দুই উইকেট নেন তিনি। একই ওভারে এই দুটি উইকেট নেন রবি। এছাড়া হর্ষলও নেন দুটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার, দীপক চাহার ও যুজবেন্দ্র চাহাল। ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন রবি বিষ্ণোই।

India

জবাবে ভারত লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে চার উইকেট হারিয়ে ফেলে। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) 19 বলে 40 রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়াও সূর্যকুমার যাদব 18 বলে 34 রান এবং ভেঙ্কটেশ আইয়ার 13 বলে 24 রানে অপরাজিত থাকেন। ভেঙ্কটেশ ও সূর্যকুমার 26 বলে অপরাজিত 48 রানের জুটি গড়েন। 19তম ওভারে ফ্যাবিয়ান অ্যালেনের পঞ্চম বলে ছক্কা মেরে জয় এনে দেন ভেঙ্কটেশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেট পান রোস্টন চেজ। একই সময়ে একটি করে উইকেট নেন শেলডন কটরেল ও ফ্যাবিয়ান অ্যালেন। এই নিয়ে কি বলল ক্রিকেট বিশ্ব, দেখে নিন –

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *