IND A vs ENG Lions, দ্বিতীয় বেসরকারি টেস্ট: ম্যাচের দ্বিতীয় দিনই ইন্ডিয়া এ-র কব্জা মজবুত, ভারতীয় বোলারদের সামনে ইংরেজরা অসহায়

ইন্ডিয়া এ আর ইংল্যান্ড লায়ান্সের মধ্যে মাইসোরে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট খেলা হচ্ছে। ইন্ডিয়া এ-র অধিনায়ক কেএল রাহুল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রথম দিন ভারতীয় ব্যাটসম্যানরা দুর্দান্ত প্রদর্শন করে ৩ উইকেটে ২৮২ রান করে ফেলেছিল। রাহুল যেখানে ৮১ রান করেছিলেন সেখানে অভিমন্যু ঈশ্বরণ ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।

ইন্ডিয়া এ-র মিডল অর্ডার চলেনি
IND A vs ENG Lions, দ্বিতীয় বেসরকারি টেস্ট: ম্যাচের দ্বিতীয় দিনই ইন্ডিয়া এ-র কব্জা মজবুত, ভারতীয় বোলারদের সামনে ইংরেজরা অসহায় 1
কালকের অপরাজিত ব্যাটসম্যান করুণ নায়ার আজ দিনের প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফিরে যান। সিদ্ধেশ লাডও মাত্র ৯ রান করতে পারেন। প্রথম ম্যাচে সেঞ্চুরি করা শ্রীকর ভরত একদিক থেকে টিকে থাকেন কিন্তু দ্বিতীয় প্রান্ত থেকে উইকেট পড়া জারি থাকে। শাহবাজ নদীম, ময়ঙ্ক মারকান্ডে আর বরুণ অ্যারণ ছোটো ছোটো ইনিংসে ভরতকে সঙ্গে দেন কিন্তু ইন্ডিয়া এ-র ইনিংস ৩৯২ রানেই গুটিয়ে যায়। শ্রীকর ভরত ৪৬ রানের ইনিংস খেলেন। ইংল্যান্ড লায়ান্সের হয়ে জ্যাক চ্যাপেল চার এবং ড্যানি ব্রিগস তিনটি উইকেট নেন।

ইন্ডিয়া এ-র দুর্দান্ত বোলিং
IND A vs ENG Lions, দ্বিতীয় বেসরকারি টেস্ট: ম্যাচের দ্বিতীয় দিনই ইন্ডিয়া এ-র কব্জা মজবুত, ভারতীয় বোলারদের সামনে ইংরেজরা অসহায় 2
ইন্ডিয়া এ-র বোলাররা ইংল্যাণ্ড লায়ান্সের কোনো ব্যাটসম্যানকেই টিকতে দেননি। নভদীপ সাইনি ষষ্ঠ ওভারে ম্যাক্স হোল্ডনকে আউট করে লায়ান্সকে প্রথম ধাক্কা দেন।এরপর তাদের উইকেট পরার ধারা অব্যাহত থাকে। নভদীপ সাইনি অধিনায়ক স্যাম বিলিংস আর অলি পোপকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে ইংল্যাণ্ড লায়ান্সকে ব্যাকফুটে ঠেলে দেন। তিনি ছাড়াও শাহবাজ নদীম, জলজ সাক্সেনা আর বরুণ অ্যারণও দুর্দান্ত বোলিং করেন।

ইন্ডিয়া এ-র ২৫২ রানের লীড
IND A vs ENG Lions, দ্বিতীয় বেসরকারি টেস্ট: ম্যাচের দ্বিতীয় দিনই ইন্ডিয়া এ-র কব্জা মজবুত, ভারতীয় বোলারদের সামনে ইংরেজরা অসহায় 3
ইংল্যাণ্ড লায়ান্সের প্রথম ইনিংস মাত্র ১৪০ রানে গুটিয়ে যায়। ভারতের হয়ে নভদীপ সাইনি আর শাহবাজ নদীম ৩টি করে অন্যদিকে বরুণ অ্যারন আর জলজ সাক্সেনা ২টি করে উইকেট নেন। এরপর ইন্ডিয়া এ ফলোঅন করানোর সিদ্ধান্ত নেয়। দিনের খেলা সমাপ্ত হওয়া পর্যন্ত ইংল্যাণ্ড লায়ান্স কোনো উইকেট না হারিয়ে ২৪ রান করে ফেলেছে। ইন্ডিয়া এ এখনো এই ম্যাচে ২২৮ রানে এগিয়ে রয়েছে।

দেখে নিন স্কোরবোর্ড:
IND A vs ENG Lions, দ্বিতীয় বেসরকারি টেস্ট: ম্যাচের দ্বিতীয় দিনই ইন্ডিয়া এ-র কব্জা মজবুত, ভারতীয় বোলারদের সামনে ইংরেজরা অসহায় 4
IND A vs ENG Lions, দ্বিতীয় বেসরকারি টেস্ট: ম্যাচের দ্বিতীয় দিনই ইন্ডিয়া এ-র কব্জা মজবুত, ভারতীয় বোলারদের সামনে ইংরেজরা অসহায় 5
IND A vs ENG Lions, দ্বিতীয় বেসরকারি টেস্ট: ম্যাচের দ্বিতীয় দিনই ইন্ডিয়া এ-র কব্জা মজবুত, ভারতীয় বোলারদের সামনে ইংরেজরা অসহায় 6
IND A vs ENG Lions, দ্বিতীয় বেসরকারি টেস্ট: ম্যাচের দ্বিতীয় দিনই ইন্ডিয়া এ-র কব্জা মজবুত, ভারতীয় বোলারদের সামনে ইংরেজরা অসহায় 7

 • আরও পড়ুন

  আকাশ চোপড়া জানালেন সেই ৫জন ক্রিকেটারের নাম, যাদের আইপিএল বাতিল হলে হবে বড়ো লোকসান

  আকাশ চোপড়া জানালেন সেই ৫জন ক্রিকেটারের নাম, যাদের আইপিএল বাতিল হলে হবে বড়ো লোকসান
  আসলে করোনা ভাইরাস চিন থেকে ছড়িয়ে পুরো বিশ্বেই নিজের পা জমিয়ে ফেলেছে। এর আওতায় ভারতও চলে এসেছে।...

  আইপিএল ২০২০ করানোর মাইকেল ভন টুইট করে দিলেন দারুণ পরামর্শ

  আইপিএল ২০২০ করানোর মাইকেল ভন টুইট করে দিলেন দারুণ পরামর্শ
  বিসিসিআইয়ের আইপিএল গর্ভনিং কাউন্সিল আইপিএলের আগামী মরশুমকে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল। এই টুর্নামেন্ট ২৯...

  ৫জন খেলোয়াড়, যাদের প্রতিভা আরসিবি আর বিরাট কোহলি চিনতে পারেননি, পড়ে হয়েছেন বড়ো খেলোয়াড়

  ৫জন খেলোয়াড়, যাদের প্রতিভা আরসিবি আর বিরাট কোহলি চিনতে পারেননি, পড়ে হয়েছেন বড়ো খেলোয়াড়
  আরসিবি দলের আইপিএলের ইতিহাস ভালো নয়। তারা একবারও আইপিএলের খেতাব জিততে পারেনি। তবে এর জন্য তাদের টিম...

  বিশ্বকাপে ধোনির শেষ বলে ছক্কার ছবিতে ক্ষুব্ধ হয়ে গৌতম গম্ভীর যা বললেন রেগে যাবেন আপনিও

  বিশ্বকাপে ধোনির শেষ বলে ছক্কার ছবিতে ক্ষুব্ধ হয়ে গৌতম গম্ভীর যা বললেন রেগে যাবেন আপনিও
  আজকের দিনেই ৯ বছর আগে ভারতীয় দল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২৮ বছর পর বিশ্বকাপ জিতেছিল। বিশ্বকাপ...

  ভিডিয়ো: শা** এক বছর হয়নি ক্রিকেট খেলছে — পন্থের চ্যালেঞ্জ ঠাট্টা করে উড়িয়ে দিলেন রোহিত শর্মা

  বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে মানুষ সমস্যার মুখে পড়েছেন। এখনো পর্যন্ত এই ভাইরাসের কারণে ৪৭.১ হাজার জন মানুষ...