তৃতীয় ওয়ানডের জন্য ঘোষিত ভারতীয় একাদশ 1

তৃতীয় ওয়ানডের জন্য ঘোষিত ভারতীয় একাদশ 2

প্রথমে চেন্নাই তারপর কলকাতার ইডেন গার্ডেনস কাঁপিয়ে ইতিমধ্যে ইনদোরে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়াও সেখানে অবস্থান করছে। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে শুক্রবার বিকালেই সেখানে পৌঁছে যায় দুই টিম। স্বপ্নের নায়কদের দেখতে এয়ারপোর্টে প্রচুর ভিড় জমিয়েছিল সমর্থকরা। আগামীকাল ইনদোরের হোলকার স্টেডিয়ামে অনুশীলন করবে দুই দলই তবে আলাদা আলাদা সময় ভাগ করে দেওয়া হয়েছে দুই দলকেই।

২৪ শে অক্টোবর স্থানীয় সময় দুপুর ২টায় সিরিজের তৃতীয় ওয়ানডে শুরু হবে। ভারত ইতিমধ্যে ২-০ তে এগিয়ে আছে, তাই অস্ট্রেলিয়ার কাছে এই ম্যাচ খুব বেশি গুরুত্বপূর্ণ। ভারতের সামনে থাকবে ব্যবধান বাড়ানোর সুযোগ অন্যদিকে অস্ট্রেলিয়ার লক্ষ থাকবে ম্যাচ জিতে সিরিজে ফিরে আসা। ইনদোরের হোলকার স্টেডিয়াম সম্পর্কে পিচ কিউরেটর সমন্দর সিংহ চৌহান বলেন “এই পিচ স্পিনারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। তিনি আরো বলেন মধ্য প্রদেশের বিভিন্ন অংশ থেকে ব্ল্যাক কটন সয়েল নিয়ে আসা হয়েছে। এই অঞ্চলের আবহাওয়ায় এই মাটি কখনো কাদাও হবেনা আবার কখনো ড্রাইও হবেনা। এই মাটি জল ধরে রাখতে পারে তাই এই পিচ স্পিনারদের জন্য খুব ভাল। তাই পিছের কথা ভেবেই অপরিবর্তিত দল নিয়েই ৩য় ওয়ানডে খেলতে নামবে দুই দল। অস্ট্রেলিয়া দলে স্পিনার হিসাবে আছেন অ্যাস্টন অ্যাগার, মার্কোস স্তইনিস ও গ্ল্যান ম্যাক্সওয়েলের মত বোলার। অন্যদিকে ভারতের দলে আছে আগের ম্যাচে হ্যাটট্রিক করা যিনি বর্তমানে অস্ট্রেলিয়ার ত্রাস তরুন বোলার কুলদীপ যাদব ও জুবেন্দ্র চাহালের মত গুরুত্বপূর্ণ বোলার। এই ম্যাচ অস্ট্রেলিয়ার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তাই তাদের দলের স্পিন বোলারের সংখ্যা বেশি। পিচ যেহেতু স্পিন সহায়ক সেই ক্ষেত্রে স্মিথ বাহিনীর কাছে ভাল কিছু করার সুযোগ থাকবে অন্যদিকে ভারতের ব্যাটিং লাইন-আপ ক্রিকেট বিশ্বের এক নাম্বার লাইনআপ, তারা যেকোনো পিচেই নিজেদের সেরাটা দিতে পারে। যেহেতু ভারতের জন্য তাদের ঘরের মাঠে খেলা সেহেতু তৃতীয় ওয়ানডের জন্য ভারতেই প্রথম ফেভারিট হিসেবে থাকবে ক্রিকেট প্রেমিদের কাছে। বাকীটা ম্যাচেই বুঝা যাবে। দুই দলের সম্ভাব্য একাদশ।

ভারত একাদশঃ বিরাট কোহলি (অধিনায়ক), ধোনি (উইকেটরক্ষক), রোহিত শর্মা, অজিয়ানকে রাহানে, মানিশ পান্ডে, হার্দিক পান্ডে, কেদার যাদব, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জুবেন্দ্র চাহাল ও জাসপ্রিট বুমরা।

অস্ট্রেলিয়া একাদশঃ স্টিভেন স্মিথ (অধিনায়ক), ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), হিল্টন কার্টরাইট, ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, গ্ল্যান ম্যাক্সওয়েল, মার্কোস স্তইনিস, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান নিলে ও ক্যান রিচার্ডসন।

তৃতীয় ওয়ানডের সময়সূচী, তারিখঃ ২৪শে অক্টোবর। সময়ঃ স্থানীয় সময় দুপুর ২টা। ভেন্যুঃ হোকলার ক্রিকেট স্টেডিয়াম, ইনদোর।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *