অবশেষে চলতি ভারত সফরে নিউজিল্যান্ড তাদের প্রথম জয় অর্জন করলো দ্বিতীয় এক দিনের আর্ন্তজাতিকে ভারতকে ৬ উইকেটে হারিয়ে।
বৃহস্পতিবার দিল্লীর ফিরোজ শাহ কোটলায় ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টসে জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপ্টিল ম্যাচের মাত্র দ্বিতীয় বলে শূন্য রানে আউট হলেও, দ্বিতীয় উইকেট জুটিতে অন্য ওপেনার টম লাথাম এবং কেন উইলিয়মসন ১২০ রান তুলে নিউজিল্যান্ডকে দ্রুত ম্যাচে ফেরত আনে। অবশ্য তারপর নিউজিল্যান্ডের বাকি ব্যাটসম্যানরা সেভাবে আর ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়তে পারেনি। মূলত শতরানকারি উইলিয়মসনের অনবদ্য ১১৮ রান ও টম লাথামের ৪৬ রানের ওপর ভর করে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪২ রান তোলে।
জবাবে শুরু থেকেই ক্রমাগত নিয়মিত উইকেট হারাতে থাকায়, ভারতীয় ইনিংস কখনোই চাপমুক্ত হতে পারেনি। ভাল শুরু করেও ভারতীয় ব্যাটসম্যানরা কেউই বড় রানের ইনিংস গড়তে পারেনি। ভারতের হয়ে সর্বোচ্চ রান করে কেদার যাদব (৪১ রান), যেখানে দ্বিতীয় সর্বোচ্চ রানকারি হল অধিনায়ক ধোনি (৩৯ রান)।
একসময়ে ভারতের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৮৩ রান। তারপর নবম উইকেটে হার্দিক পাণ্ডে এবং উমেশ যাদব দুর্দান্ত ৪৯- রানের জুটি গড়ে ভারতকে আবার ম্যাচে ফেরত আনে। তবে হার্দিক পাণ্ডের অনবদ্য ৩৬ রান এবং উমেশ যাদবের প্রয়োজনীয় ১৮ রান ভারতের শেষরক্ষা করতে পারল না। ভারত শেষ পর্যন্ত ২৩৬ রানে অলাউট হয়ে ৬ রানে হারল।
নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়মসন তার দুর্দান্ত ও অনবদ্য ইনিংসের জন্য ম্যাচের সেরা ঘোষিত হয়। এই জয়ের ফলে ৫ ম্যাচের এক দিনের আর্ন্তজাতিক সিরিজ এখন ১-১-এ সমান।
২৩ শে অক্টোবর রবিবার, পরবর্তী তৃতীয় দিন-রাতের এক দিনের আর্ন্তজাতিক ম্যাচ আয়োজিত হবে মোহালীতে।
এখন আমরা তাকাবো ম্যাচের টুইটার প্রতিক্রিয়ার দিকে। ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় এক দিনের আর্ন্তজাতিকের কয়েকটি বিশেষ টুইটার প্রতিক্রিয়া নিচে দেখানো হলঃ
India started 1st innings with Bumrah’s Yorker n ended 2nd innings with Bumrah’s Yorkered wicket #indvsnz
— Atharv Phadnis (@atharvphadnis) October 20, 2016
I was hoping, New Zealand should win at least one match because “Atithi Devo Bhava”. #INDVSNZ
— prayag sonar (@prayag_sonar) October 20, 2016
Reliving late 90’s game wer 250 was big score. Gr8 match. @hardikpandya7 n #jadhav outstanding. Take ur xp 2 next level ?3 more 2go #indvsnz
— Balakumar MP (@BalakumarMP) October 20, 2016
Hardik Pandya almost did a Dhoni there..
And Dhoni? Well, he seems to have given away all his powers to Sushant Singh Rajput..
?#indvsnz— Devashish Palkar (@DevPalkar) October 20, 2016
Only 3 things are certain in life – Death, Taxes and Indian Middle Order collapse. #indvsnz
— $$ Aditya Magal $$ (@jhunjhunwala) October 20, 2016
Delhi’s pitch is like its CM – anti-national #indvsnz
— Gunner (@Nicks103) October 20, 2016
Guptill is mystery bowler. Hence, somebody put the ‘Gupt’ in Guptill. #IndvsNZ
— Sagar (@sagarcasm) October 20, 2016
Has all the makings of another chase that’s bungled by Dhoni. Can’t always take it to the end. Need to get a move on now. #IndvsNZ
— . (@shan_daar) October 20, 2016
Dhoni is giving tough competition to Pujara for the upcoming tests vs England. What a strike rate #IndvsNZ
— Abhishek ??? (@ImAbhishek_) October 20, 2016
In case you were wondering what India will be without Virat Kohli, today’s a tasting menu#indvsnz
— Gaurav Sethi (@BoredCricket) October 20, 2016
He takes wickets, scores runs and has facial hair – Kedar Jadhav is making a compelling case for a regular spot #indvsnz
— Gaurav Kalra (@gauravkalra75) October 20, 2016
Why @JadhavKedar why?! Batting well, had @msdhoni for company and enough overs to bat! Wasted a golden opportunity! #indvsnz
— Chinmay Brahme (@Chinmaybrahme) October 20, 2016
You vs the guy she told you not to worry about! #IndvsNZ pic.twitter.com/Y3FL7FwOib
— siri (@magniificient) October 20, 2016
It’s high time the BCCI adopts DRS. DROP ROHIT SHARMA #indvsnz #RohitSharma
— Bihan Sengupta (@BihanSengupta91) October 20, 2016
Didn’t a cricket world found the successor of Malinga!! #DeathSpecialist #Bumrah #indvsnz
— Happiness Alive ™ (@chandresh_says) October 20, 2016
A complete blinder pulled off by Axar Patel. Phadoooooo. Great comeback by India. Delhi muthi main #INDvsNZ by #TeamIndia
— Chuman Das (@chumandas) October 20, 2016
.@ashwinravi99 and @imjadeja should pack up and go home. @JadhavKedar is usurping them: Current ODI average 5.66, SR 10, econ 3.40! #indvsnz
— Shiamak Unwalla (@ShiamakUnwalla) October 20, 2016
Fewest innings to 8 ODI 100s for NZ:
89* Kane Williamson
104 Nathan Astle
112 Martin Guptill
116 Ross Taylor
263 Stephen Fleming#INDvNZ— #LiveScores (@CricketUrdu) October 20, 2016
New Zealand batsmen gives a tight competition to West Indies ones when it comes to not rotating the strike. So many dot balls. #indvsnz
— Bharat (@LifeOfHiigh) October 20, 2016
Ross Taylor is a true Nationalist from India ‘s point of view #INDvsNZ
— A D I (@DaantTodDunga) October 20, 2016
Martin Guptill is like a NZ Shikhar Dhawan! Has gone for a Duck!? #indvsnz
— Prajakta Bhawsar (@VK18rocks) October 20, 2016