IND vs AUS

ক্রিকেট ইতিহাসের সব থেকে পুরোনো এবং ঐতিহ্যবাহী ফরম্যাট হলো টেস্ট ফরম্যাট। এই ফরম্যাটের ঐতিহ্য এতটাই যে ক্রিকেট দুনিয়ার প্রতিটা ক্রিকেটার চায় নিজের ক্রিকেট কেরিয়ারে অন্তত একবার নিজেদের দেশের হয়ে টেস্ট ফরম্যাটে অভিষেক করতে। টেস্ট ফরম্যাট এতটা কঠিন হবার কারণ হলো এই ফরম্যাট একাধিক দিন ধরে চলে এবং এই ফরম্যাটে খেলার জন্য পর্যাপ্ত অভিজ্ঞতার প্রয়োজন থাকে। এছাড়াও ক্রিকেট ইতিহাসে আমরা এমন ক্রিকেটারদের দেখেছি যারা সীমিত ওভারের ক্রিকেটে সফলতা অর্জন করলেও টেস্ট ফরম্যাটে খেলার সুযোগ তারা পাননি কারণ এই ফরম্যাটে পারফর্মেন্সের পাশাপাশি মানসিক ধৈর্যের পরীক্ষাও দিতে হয়। দীর্ঘ্য এই ফরম্যাটে মানসিক ধৈর্য্য এতটাই গুরুত্বপূর্ণ যাতে করে একজন ক্রিকেটার দীর্ঘ্য সময় ধরে নিজের মানসিক ধৈর্য্য বজায় রেখে ব্যাট অথবা বল হাথে সফল হতে পারেন। ক্রিকেট ইতিহাসে আমরা এমন বহু ক্রিকেটারদের দেখেছি যারা টেস্ট ফরম্যাট থেকে বিশ্ব ক্রিকেটে এতটাই সুনাম অর্জন করেছেন যেটা অন্যকোনো ফরম্যাট থেকে তারা কোনোদিন করতেই পারেননি।

IND vs AUS: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ৩ কারণে হারতে পারে টিম ইন্ডিয়া !! 1
Indian Test Team

টেস্ট ফরম্যাট দীর্ঘ্য হবার কারণে আধুনিক যুগের বহু তরুণ ক্রিকেটার আছেন যারা টেস্ট ফরম্যাটের প্রতি আগ্রহ ক্রমশ হারিয়ে ফেলেছে বলা যেতেই পারে। তাই টেস্ট ক্রিকেটের প্রতি তরুণ ক্রিকেটারদের আগ্রহ ফেরাতে বিশ্ব ক্রিকেট নিয়ামক সমস্থা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতার আয়োজন করেছে যাতে করে তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা পুনরায় নিজেদের প্রতিভা বিসকাসের জন্য টেস্ট ফর্মাটকেও বেছে নিতে পারে। আর কিছুদিন বাদেই ভারতীয় দল এই বছরে নিজেদের ঘরের মাঠে তৃতীয় টেস্ট সিরিজ খেলতে নামতে চলেছে এবং এটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ যার নাম হলো বর্ডার গাভাস্কার ট্রফি (BGS) নাম বিশ্ব বিখ্যাত। অতীতে এই টেস্ট সিরিজ বহু গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী থেকেছে এবং এই টেস্ট সিরিজে বহু তরুণ ক্রিকেটারকে বিশ্ব ক্রিকেটে সুনাম অর্জন করিয়েছে এমন কথা বলা যেতেই পারে। এই বছরেও এই টেস্ট সিরিজ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই সিরিজের ওপর নির্ভর করতে চলেছে কোন দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে চলেছে। ভারতীয় দলের কাছে এই সিরিজ আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ এই বছরে তারা শ্রীলংকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরস্পর ২টি টেস্ট সিরিজ জিতেছে কিন্তু এবার সামনে সব থেকে শক্তিশালী পরিপক্ষ অস্ট্রেলিয়া দল যারা সব দিক থেকে অলরাউন্ড পাফর্মেন্স দেখিয়ে ভারতীয় দলকে ভারতের মাটিতে হারাতে সক্ষম যেটা অতীতে আমরা বহুবার দেখেছি। আমরা এখানে এমন ৩টি কারণ নিয়ে আলোচনা করবো যার জন্য ভারতীয় দল এই গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ হারতে পারে বলে মনে করা যাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *