নাগপুরে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়া কে সাত উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ভারত কেবল ৪-১ ব্যবধানে সিরিজ জয় ই নিশ্চিত করে নি, বরং টেস্টের পর এখন বিরাট কোহলীর ভারত এখন আইসিসির ওয়ানডে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে। এ যেন এক মধুর প্রতিশোধ। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছিল ভারত। এ বছর নিজেদের মাটিতে সেই প্রতিশোধ নিয়ে নিল বিরাট কোহলির ইন্ডিয়া। সিরিজের চতুর্থ ম্যাচটি অস্ট্রেলিয়া জিতলেও শেষ ম্যাচে এসেও ঘুরে দাড়াতে পারেনি স্মিথ বাহিনী। এখনো স্মিথ বাহিনীর ভারত সফর শেষ হয় নি, আগামী শনিবার ৭ অক্টোরব রাচিতে প্রথম টি টুয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজ। ভারত সফর শুরু করার আগে ই অস্ট্রেলিয়া তাদের ওয়ানডে এবং টি টুয়েন্টি দল ঘোষনা করলেও অস্ট্রেলিয়ার সাথে ৪-১ সিরিজ জিতার পরপরেই সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেই তিন ম্যাচের আন্তর্জাতিক টি-টুয়েন্টি সিরিজ খেলার জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন ওপেনার শিখর ধাওয়ান তবে, বাদ পড়েছেন অজিঙ্কা রাহানে। স্ত্রীর অসুস্থর কারণে ওয়ানডে দলে ছিলেন না ওপেনার শিখর ধাওয়ান। ফিরলেন টি-টোয়েন্টি দলে। ধাওয়ানকে জায়গা করে দিতে বাদ পড়েছেন অজিঙ্কা রাহানে। এছাড়াও, অভিজ্ঞ পেসার আশিস নেহারাও ফিরেছেন টি টুয়েন্টি দলে। সর্বশেষ ফেব্রুয়ারিতে ভারতের হয়ে খেলেছেন ভারতের সবচেয়ে অভিজ্ঞ এই পেসার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর আবারো ভারত দলে সুযোগ পেয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান দিনেশ কার্তিক। এছাড়া, দলের বাকি সদস্যরা নিয়মিত মুখ।
ওয়ানডে সিরিজের মত টি টুয়েন্টি সিরিজের মত টি টুয়েন্টি সিরিজেও দলে সুযোগ হয় নি যুবরাজ সিং ও রবীচন্দ্র আশ্বিন । এছাড়া ওয়ানডে সিরিজে শেষে দিকে দলে ডাক পেলেও টি টুয়েন্টি সিরিজের দলে নেই রবীন্দ্র জাদেজা যদিও তিনি ওয়ানডে সিরিজেও একাদশে সুযোগ পান নি। অবশ্য অস্ট্রেলিয়া আগস্টে দল ঘোষনা করলেও প্যাট্রিক কামিন্স সেই দলে বর্তমানে নেই। সার্বিক বিবেচনায় দেখা যাক কি হতে পারে প্রথম টি টুয়েন্টির জন্য দুই দলের একাদশ।
ভারতের সম্ভাব্য একাদশ :
১) রোহিত শর্মা
২) শিখর ধাওয়ান
৩) বিরাট কোহলী
৪) লোকেশ রাহুল
৫) কেদার যাদব
৬) মহেন্দ্র সিং ধোনী
৭) হার্দিক পান্ডে
৮) কুলদীপ যাদব ৯)জুজবিন্দ্র চাহাল
১০) জসপ্রিত বুমরা
১১) আশিষ নেহরা
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ :
১) ডেভিড ওয়ার্নার
২) অ্যারোন ফিঞ্চ
৩) স্টিভেন স্মিথ
৪) ট্রাভিস হেড
৫) গ্লেন ম্যাক্সওয়েল
৬) টিম পেইন
৭) ড্যান ক্রিশ্চিয়ান,
৮) নাথান কুল্টার-নাইল
৯) কেন রিচার্ডসন
১০) অ্যান্ড্রু টাই
১১) অ্যাডাম জাম্পা।