এশিয়া কাপ ২০১৮য় বিরাট কোহলি খেলেননি। তবে তার অনুপস্থিতিতে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল এই টুর্নামেন্ট জিতেছিল। এবার আশা রয়েছেন যে অধিনায়ক বিরাট কোহলি এই টুর্নামেন্ট খেলবেন। যদি তিনি এশিয়াকাপ ২০২০তে অধিনায়কত্ব করেন তো কিছু ভারতীয় খেলোয়াড়ের দলে জায়গা পাওয়া মুশকিল হবে। আজ আমরা এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সেই চারজন ভারতীয় খেলোয়াড়ের ব্যাপারে জানাতে চলেছি যাদের এশিয়া কাপে জায়গা পাওয়া ভীষণই মুশকিল।
কুলদীপ যাদব
আইপিএল ২০১৯ থেকেই কুলদীপ যাদবের ফর্ম ভীষণই খারাপ চলছে। তিনি নিজের সক্ষমতার অনুযায়ী প্রদর্শন করতে পারছেন না। এই অবস্থায় টিম ম্যানেজমেন্ট ২জন স্পিনার হিসেবে তার আগে রবীন্দ্র জাদেজা আর যজুবেন্দ্র চহেলকে দলের প্রথম একাদশে জায়গা দিচ্ছে। বর্তমানে দলে তার জায়গা পাওয়াও মুশকিল হয়ে গিয়েছে। যদি কুলদীপের প্রদর্শন এশিয়া কাপের আগে ভালো না থাকে তো অধিনায়ক বিরাট কোহলি তাকে এশিয়া কাপ ২০২০র দল থেকেও বাদ দিতে পারেন। আইপিএল ২০২০ আর ভারতের শ্রীলঙ্কা সফর কুলদীপ যাদবের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হতে চএলছে। এখান থেকেই এশিয়াকাপে কুলদীপের টিকিট পাওয়ার ব্যাপারে জানা যাবে।