https://bengali.sportzwiki.com/cricket/if-pant-did-not-make-those-mistakes-then-maybe-we-would-win-matches-dhawan/

ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়ান দল দুর্দান্ত প্রদর্শন করে ভারতকে ৪ উইকেটে মাত দিয়ে দিয়েছে। ভারত দ্বারা দেওয়া ৩৫৮ রানের লক্ষ্যকে অস্ট্রেলিয়ান দল দুর্দান্তভাবে নিজের নামে করেছে। ভারতের হয়ে শিখর ধবন সবচেয়ে বেশি ১৪৩ রান করেন অন্যদিকে রোহিত শর্মা ৯৫ রানের ইনিংস খেলেন। বেশ কিছুদিন ধরে খারাপ ফর্মে থাকা শিখর ধবন এই ম্যাচে নিজেকে প্রমান করেছেন, আর জানিয়েছেন কেনও এই খেলোয়াড়কে বড়ো ম্যাচের খেলোয়াড় বলা হয়।

ম্যাচের পর ধবন সাংবাদিকদের বললেন এই কথা

এই ম্যাচে দুর্দান্ত প্রদর্শন করা ধবনের এটি এখনো পর্যন্ত সবচেয়ে বড়ো ওয়ানডে ইনিংস। তিনি নিজের আলোচকদের এই ম্যাচে নিজের প্রদর্শনের দম কড়া জবাব দিয়েছেন। তিনি বলেন,

“আমি নিজের ইনিংসকে যথেষ্ট উপভোগ করেছি। এটা ভীষণই সন্তুষ্ট করার মত ছিল।এর সঙ্গে দুঃখও রয়েছে যে আমরা ভালো স্কোর করা সত্ত্বেও ম্যাচ হেরে গিয়েছে। আমাদের কাছে আরো একটা ম্যাচ রয়েছে। আমরা এই ম্যাচ থেকে কিছু শিখে আগে এগোতে চাইব। আমার জানিনা মিডিয়াতে বা নিউজপেপারে আমার জন্য কি লেখা হচ্ছিল বা কি বলা হচ্ছিল। আমি নিজের মানসিকতা অনুযায়ী খেলার চেষ্টা করছিলাম”।

পন্থ ওই ভুল না করলে সম্ভবত আমরা ম্যাচ জিতে যেতাম

ভারতীয় দলের এই ওপেনিং ব্যাটসম্যান সাংবাদিকদের বলেন, ধোনির সঙ্গে পন্থের তুলনা করা ভুল। ধোনি মহান খেলোয়াড় হয়ে গিয়েছেন। অন্যদিকে পন্থ এখনো তরুণ। তিনি বলেন,

“আমার ভেতর যা কিছু কিছু নেগেটিভ ভাবনা আসছিল তা আমি কাটিয়েছি, আমার সমস্ত ধ্যান নিজের ফিটনেস আর নিজের ব্যাটিংয়ে দিয়েছি। পরিণাম আপনাদের সামনে। যদি পন্থ সেই ভুলগুলোনা করত আর স্ট্যাম্পিং ভালোভাবে করত তো ম্যাচ আমাদের হাতে থাকত কিন্তু এমনটা হয়নি আর আমরা হেরে গেছি। ধোনি ভাই কোথায় আর অন্যদিকে পন্থ এখনো তরুণ আর শিখছে। দুজনের তুলনার ব্যাপারে ভাবাও ভুল”।

আরও পড়ুন

ঋষভ পন্থের উপর বেজায় চটলেন ভারত কোচ রবি শাস্ত্রী ! আনলেন এই অভিযোগ !

বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জায়গায় এসেছেন তরুণ ঋষভ পন্থ। অভিষেকে দারুণ সম্ভাবনার প্রমাণ দিয়েছেন।ফলস্বরূপ এই...

প্রথমবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিততে ভারতীয় দলের প্রথম একাদশে এই পরিবর্তন

প্রথমবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিততে ভারতীয় দলের প্রথম একাদশে এই পরিবর্তন
ভারতীয় দল সম্প্রতিই ওয়েস্টইন্ডিজকে তাদেরই ঘরের মাঠে পরাস্ত করেছিল, এরপর এখন ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের দেশে...

৫ জন তারকা খেলোয়াড় যারা বিবাহিত হয়েও অন্য মহিলার সঙ্গে রেখেছেন সম্পর্ক, রয়েছে সফলতম অধিনায়কের নামও

৫ জন তারকা খেলোয়াড় যারা বিবাহিত হয়েও অন্য মহিলার সঙ্গে রেখেছেন সম্পর্ক, রয়েছে সফলতম অধিনায়কের নামও
ভারতীয় ক্রিকেটে এমন বেশ কিছু খেলোয়াড় আছেন যারা বিয়ে হওয়ার পরও অন্য কোনো সম্পর্কে গিয়েছেন, এটা শুনে...

তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ” ম‍্যাচ ফিক্সিং ” এর অভিযোগ, তদন্ত শুরু বিসিসিআই এর

" ম‍্যাচ ফিক্সিং " এর অভিযোগ উঠলো তামিল নাড়ু প্রিমিয়ার লিগে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করলো ভারতীয়...

লক্ষীর ভাঁঁড় ফেপে উঠছে আইপিএলে’র !

দিন দিন ক্রমশ ব্রান্ড ভ‍্যালু বেড়ে উঠছে আইপিএলে'র। এই মুহূর্তে বিশ্বের অন‍্যতম জনপ্রিয় ক্রিকেট লীগ এইটি।৬,১৩৮.১ কোটি...