২০২২ মহিলা বিশ্বকাপের সূচি ঘোষিত, কোন কোন দিনে পড়ল ভারতের ম্যাচ, দেখে নিন 1

মঙ্গলবার বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসির তরফ থেকে আসন্ন মহিলা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হল। আগামী বছর অর্থাৎ ২০২১ এ হওয়ার কথা থাকলেও করোনা অতিমারির জেরে তা পিছিয়ে ২০২২ সালে করে দেওয়া হয়। আসন্ন মহিলা বিশ্বকাপটি আয়োজিত হবে নিউজিল্যান্ডে। ২০২২ সালের ৪ মার্চ থেকে ৩ এপ্রিল অবধি চলবে এই বিশ্বকাপ।

Women's World Cup trophy

এবারের বিশ্বকাপটি মোট আটটি দলের মধ্যে খেলা হবে। অকল্যান্ডের ইডেন পার্ক, হ্যামিল্টনের সেডন পার্ক, টৌরাঙ্গার বে ওভাল, ওয়েলিংটনের বেসিন রিজার্ভ, ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভাল এবং ডুনেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে মোট ৩১টি ম্যাচ খেলা হবে। ইতিমধ্যেই এই বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ভারত। আর আগামী বছরের ২৬ জুন থেকে ১০ জুলাই শ্রীলঙ্কায় আয়োজিত হওয়া যোগ্যতা অর্জন পর্বে উত্তীর্ণ তিন দেশ যোগ দেবে এই বাকি পাঁচ দেশের সাথে।

Everything You Need To Know About The 2017 Women's Cricket World Cup

এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে বে ওভালে নামবে নিউজিল্যান্ড, আর তাদের প্রতিপক্ষ হবে যোগ্যতা অর্জন পর্বে জয়ী কোনও দল। আর ফাইনাল আয়োজিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে। এছাড়া ভারত তাদের প্রথম ম্যাচে নামবে ৬ মার্চ তারিখে, যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন দিনে ভারতের ম্যাচগুলি কবে।

India qualify for ICC Women's Cricket World Cup 2021

৬ মার্চ ২০২২ – ভারত বনাম কোয়ালিফায়ার দল (বে ওভাল)

১০ মার্চ ২০২২ – ভারত বনাম নিউজিল্যান্ড (সেডন পার্ক)

১২ মার্চ ২০২২ – ভারত বনাম কোয়ালিফায়ার দল (সেডন পার্ক)

১৬ মার্চ ২০২২ – ভারত বনাম ইংল্যান্ড (বে ওভাল)

১৯ মার্চ ২০২২ – ভারত বনাম অস্ট্রেলিয়া (ইডেন পার্ক)

২২ মার্চ ২০২২ – ভারত বনাম কোয়ালিফায়ার দল (সেডন পার্ক)

২৭ মার্চ ২০২২ – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (হ্যাগলে ওভাল)

WWC 2022 schedule

দুইটি সেমি ফাইনাল আয়োজিত হবে ৩০ ও ৩১ মার্চ যথাক্রমে ওয়েলিংটন এবং ক্রাইস্টচার্চে। সেমি ফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *