কিভাবে বিরাট, ধোনিদের মুখোমুখি হতেন, জানালেন ওয়াসিম আক্রম ! 1

বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি, ভারতের অন‍্যতম দুই ব‍্যাটসম‍্যান। দুজনের একাধিক দুরন্ত সব ইনিংস ভারতকে এনে দিয়েছে জয়। দুজনের একদিবসীয় ক্রিকেটে রান সংখ্যা পেরিয়েছে ১০০০০ এর গন্ডি। সম্প্রতি তাদের সামনে বল হাতে দাড়ালে কিভাবে আটকাতেন এই দুই ভারতীয় তারকা ব‍্যাটসম‍্যানকে। জানালেন প্রাক্তন পাকিস্তানের বোলার ওয়াসিম আক্রম।

নিজের ক্রিকেটীয় দিনে বিপক্ষের ব‍্যাটসম‍্যানদের অন‍্যতম চিন্তার কারণ ছিলেন ওয়াসিম। তার বল জাজ করাটা ব‍্যাটসম‍্যানদের পক্ষে ঋতিমতো কঠিন একটি বিষয়ে হয়ে দাড়াতো। কারণ ঠিক কোন পথে আসবে তার বল তা ঠাওর করে উঠতে পারতেন না বিপক্ষের ব‍্যাটসম‍্যানরা। এমনকি এই বিষয়টি সমস্যায় ফেলেছিলো স্বয়ং শচীন তেন্ডুলকর কে।

কিভাবে বিরাট, ধোনিদের মুখোমুখি হতেন, জানালেন ওয়াসিম আক্রম ! 2

নতুন বলে যেমন তার মুন্শীয়ানা। ঠিক তেমন পুরনো বলে তার রিভার্স সুই‌ং ছিলো চোখে পড়ার মতো। তার বাউন্সার আঘাত করার সম্ভাবনা করতো এবং তার ইয়র্কার ছিলো দুর্বিষহ। তেমনই তার বোলিং পেস, সব মিলিয়ে একপ্রকার ত্রাসের সৃষ্টি করতো আক্রম বিপক্ষের উপর।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আক্রম বিরাট, ধোনিদের বিরুদ্ধে তার বোলিং রনকৌশল সম্পর্কে মুখ খুলেছিলেন।তার বক্তব্য এর‍্যাউন্ড দ‍্যা উইকেটে প্রতিনিয়ত ” আউটসুইংগার ” দেওয়ার কথা এক্ষেত্রে বলেছেন তিনি।যদিও ধোনিকে তিনি ” সুইংগিং ইয়র্কার ” দেওয়া পছন্দ করবেন বলে জানিয়েছেন।

কিভাবে বিরাট, ধোনিদের মুখোমুখি হতেন, জানালেন ওয়াসিম আক্রম ! 3

“গোটা বিষয়টি নির্ভর করছে পিচ এবং পরিস্থিতির উপর।বিরাটকে এ্যরাউন্ড দ‍্য উইকেট বল করা পছন্দ করবো আমি।অন‍্যদিকে ধোনির ক্ষেত্রে আমার পছন্দ আউটসুইং ” ইয়র্কার “। কারণ ইনসুই‌ং বল করলে ধোনি ওর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বল উড়িয়ে দেবেন ” হেলিকপ্টার শট ” এ।এক্ষেত্রে ” এ্যওয়ে সুই‌গার ” এ ওর টপ এজ হওয়ার একটি সুযোগ থাকবে ” ।এমনটাই সাক্ষাৎকারে জানিয়েছেন ওয়াসিম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *