ভারতীয় ক্রিকেটে এমন এক অলরাউন্ডার খেলোয়াড় রয়েছেন যিনি কিছু না কিছু কারণে সবসময়ই লাইমলাইটে চলে আসেন আর ট্রোলার্সদের নিশানায় চলে আসে। ক্রিকেট থেকে বিশ্রাম নিয়ে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে ল্যাকমে ফ্যাশন উইক ২০১৯এ র্যাম্প ওয়াক করতে দেখা গিয়েছে, আর তারপর হার্দিক সমালোচকদের নিশানায় চলে আসেন।
সমালোচকদের নিশানায় এই কারণে এলেন হার্দিক পাণ্ডিয়া
যদিও হার্দিক পাণ্ডিয়াকে ওয়েস্টইন্ডিজ সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল আর এই তারকা ক্রিকেটার নিজের মডেলিং কৌশলকে শুধরে নেওয়ার সুযোগ হিসেবে বার করেন। হার্দিক পাণ্ডিয়া ডিজাইনার অমিত আগরওয়ালের জন্য র্যাম্প ওয়াক করেন আর ইনস্টাগ্রামে নিজের আউটিংয়ের ভিডিয়ো শেয়ার করেছেন। তিনি বারগেন্ডি রঙের পোষাক পরেন যার ফলে সোশ্যাল মিডিয়া ইউজার্সরা তাকে বলিউড স্টার রণবীর সিংয়ের সঙ্গে তুলনা করেছেন।
এই কারণে করা হয়েছে ঠাট্টা
যদিও এই র্যাম্প ওয়াকে তার সঙ্গে সেই খেলোয়াড়ও ছিলেন যিনি এই ওয়েস্টইন্ডিজ সফরে ৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন আর তিনি আর কেউ নন হার্দিকের বড় ভাই ক্রুণাল পাণ্ডিয়া। হাঋক ডিজাইনার অমিত আগরওয়ালের জন্য শো স্টপার ছিলেন আর তার সঙ্গে লিজা হেডেনও অমিত আগরওয়ালের জন্য শো স্টপার ছিলেন। নিজের ভিডিয়ো পোষ্ট করার সঙ্গেই হার্দিক লেখেন, “নতুন অভিজ্ঞতা কিন্তু মজাদার”। হার্দিক সেই সময় থেকে সমালোচকদের নিশানায় রয়েছে যখন থেকে তিনি কফি উইথ করণে একটি বিতর্কে জড়িয়েছিলেন, কিন্তু এই বিতর্কের পর থেকেই হার্দিক পাব্লিক ইভেনে কমই অংশ নিচ্ছেন।
এভাবে হার্দিক পাণ্ডিয়া হয়েছেন ট্রোল
Hardik inspired by ranveer Singh 😜😎😇#hardikpandya #RanveerSingh #lkw #LakmeFashionWeek #LFWWF2019 #fashionista #style pic.twitter.com/XrejEqwCG1
— ashish pandey (@ashispandey1693) 22 August 2019
View this post on InstagramNew experience but a fun one 😁
A post shared by Hardik Pandya (@hardikpandya93) on Aug 21, 2019 at 11:36pm PDT
View this post on InstagramA post shared by Hardik Pandya (@hardikpandya93) on Aug 21, 2019 at 10:30am PDT