ভাগ্য সঙ্গে রইলনা হার্দিকের, বড় ধাক্কা ভারতের 1

জাতীয় টি টোয়েন্টি দলে তিনি একজন ইমার্জিং প্লেয়ার। একদিনের ম্যাচেও তার অবদান কম নয়। ব্যাটে বলে জাতীয় নির্বাচকদের নজর কেড়েছিলেন অনেক আগেই। আর ধারাবাহিকভাবে ভাল খেলার জন্য পুরস্কার স্বরূপ বেঙ্গালুরুতে ভারতীয় টেস্ট দলে অভিষেক হত তার। তবে ভাগ্য সঙ্গ দিল না হার্দিক পাণ্ড্যর।

তৃতীয় বার একই সম্মানে সম্মানিত হলেন বিরাট কোহলি


ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজেই টেস্ট দলে জায়গা হয়েছে হার্দিকের। কিন্তু পুনেতে তাকে বাইশ গজে নামতে হয়নি। বেঙ্গালুরুতে তার টেস্টে অভিষেক অবিসম্ভাবী ছিল। বিজয় হাজারে ট্রফিতে কাঁধে চোট পেয়ে আপাতত সেই সম্ভাবনা পিছিয়ে গেল অনেকটাই। হার্দিকের হঠাৎ স্বপ্ন ভঙ্গ হওয়ার পাশাপাশি, এই ঘটনায় ভারতীয় দলও বেশ বিপাকে পড়েছে। কারণ বেঙ্গালুরুর মত পিচে হার্দিকের বোলিং যথেষ্ট উপকারী হতে পারত। এছাড়া হার্দিকের ব্যাটের হাতও ভাল। শুক্রবার বেঙ্গালুরুতে অধিনায়ক কোহলির গলায় তাই শোনা গেল আক্ষেপের সুর। এদিন সাংবাদিক সম্মেলনে বিরাট বলেন, ‘চোটের জন্য হার্দিক পাণ্ড্যকে পাওয়া যাবেনা এই টেস্টে। বেঙ্গালুরুর পিচে হার্দিকের মত একজন অলরাউন্ডার দরকার ছিল দলের।’

আমি যখন খেলতাম, তখন রবি শাস্ত্রী খেলা দেখেননি : সৌরভ


ইংল্যান্ড টেস্টেই ভারতীয় টেস্ট দলে জায়গা হয় হার্দিকের।পুনেতে তিনদিনেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার জন্য, রাজ্যের হয়ে বিজয় হাজারে ট্রফি খেলার জন্য হার্দিককে ছেড়েছিল বোর্ড। সেখানেই কাঁধে চোট পান তিনি। বৃষ্টির পূর্বাভাস ও হার্দিকের চোট, একের পর এক বাধার সম্মুখীন হতে হচ্ছে ভারতীয় দলকে টেস্ট শুরু হওয়ার আগেই। বাধা সরিয়ে দ্বিতীয় টেস্টে কীভাবে কামব্যাক করে কোহলি ব্রিগেড সেটাই এখন দেখার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *