আসন্ন ইংল্যান্ড সিরিজে দারুণ খবর ভারতের জন্য, টেস্ট সিরিজে থাকবেন না এই ইংরেজ তারকা 1

অস্ট্রেলিয়া সফরের শেষেই এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। আর এই সিরিজের মাধ্যমে ভারতের মাটিতে আবারও ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই দুই দেশের মধ্যে টেস্ট সিরিজ, যার মধ্যে তৃতীয় টেস্টটি হবে দিন রাতের। এই অবস্থায় ইংল্যান্ডের তারকা সমৃদ্ধ টিম নিয়ে বেশ চিন্তায় থাকবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, তা বলাই যায়।

England Announce Unchanged 14-Man Squad For First Pakistan Test | Cricket  News

কিন্তু আসন্ন টেস্ট সিরিজের আগেই বড় সুখবর পেতে চলেছে ভারতীয় শিবির। চেন্নাইতে প্রথম দুটি টেস্টে অনিশ্চিত হয়ে গেলেন ইংল্যান্ডের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার। ভারতে যখন ইংল্যান্ড সিরিজ খেলবে, প্রায় সেই একই সময় শ্রীলঙ্কাতেও সিরিজ খেলবে ইংল্যান্ড। এর ফলে একাধিক ফর্ম্যাটের দলগুলির মধ্যে রোটেশন পদ্ধতিতে দুই দেশের বিরুদ্ধে সিরিজ খেলাবে ইংল্যান্ড।

Jos Buttler looks set to KEEP place in England team for Second Test against  West Indies despite shocking form

ইতিমধ্যে শ্রীলঙ্কা সফরের জন্য জোফ্রা আর্চার এবং বেন স্টোকসকে বিশ্রাম দেওয়া হয়েছে, যার ফলে তারা ভারতের বিরুদ্ধে সিরিজ খেলবে। এদিকে ভারত সফরে প্রথম দিকের ম্যাচগুলির জন্য বিশ্রাম দেওয়া হতে পারে জস বাটলারকে, তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলতে চলে যাবেন। ফলে চেন্নাইতে প্রথম দুটি টেস্টে ইংল্যান্ড পাবে না তাদের অন্যতম প্রধান খেলোয়াড়কে।

England vs India: Jos Buttler hits maiden Test century but England on brink  of defeat | Cricket | Sport | Express.co.uk

জস বাটলারের পরিবর্তে ইংল্যান্ড দলে যোগ দিতে পারেন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান বেন ফোকস। গত দুই বছর তিনি জাতীয় দলের বাইরে ছিলেন। এই মুহুর্তে শ্রীলঙ্কা সফরের জন্য ব্যাক আপ উইকেটকিপার হিসেবে দলে রয়েছেন ফোকস, তবে সেই সফরের জন্য ডেকে নেওয়া হয়েছে আরও এক উইকেটকিপার ব্যাটম্যান জনি বেয়ারস্টোকে। যদিও গত কয়েক মরশুমে বেয়ারস্টোকে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই খেলিয়েছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট।

England call up Ben Foakes as cover for Jonny Bairstow | Cricket News | Sky  Sports

এই নিয়ে ইংল্যান্ডের জাতীয় নির্বাচক এড স্মিথ বলেছেন, “আমার মনে হয় এই মরশুমে বেন ফোকস সুযোগ পেতে পারেন। জস বাটলারকে কোনও না কোনও সময় বিশ্রাম দিতে হবে, আর তার ফলে সেই জায়গায় নয়া সুযোগ চলে আসবে। আমাদের ইংরেজ ক্রিকেট অনেক ভাগ্যবান যে এই বিভাগে এত বেশি গভীরতা রয়েছে, আর আমরা সেই গভীরতাকে ভালো ভাবে ব্যবহার করার চেষ্টা করব এবং তা যাতে দলের স্বার্থে ভালো হয় সেটি দেখব।”

Ben Foakes: England wicketkeeper signs new Surrey contract - BBC Sport

এরপর বেন ফোকসকে নিয়ে বেশ সুনাম করেন ইংরেজ এই নির্বাচক। তিনি বলেছেন, “গোটা মরশুমটি বেন ফোকস বলয়ের মধ্যে কাটিয়েছেন। আর আমার মনে হয় এটা আমাদের বুঝতে হবে যে উনি একজন দারুণ ক্রিকেটার এবং সুযোগের সদ্ব্যবহার করতে জানেন তিনি। আমার মনে হয় আগামী দিনে খুব শীঘ্রই ওনার জন্য সুযোগ আসবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *