দুর্ধর্ষ জয়ের পরেও এই ভারতীয় ক্রিকেটারের কাছে ক্ষমা চাইলেন গ্লেন ম্যাক্সওয়েল 1

প্রায় নয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে আবারও পদার্পন করল টিম ইন্ডিয়া। গতকাল ঐতিহ্যশালী সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল ভারত, কিন্তু সিরিজের প্রথম ম্যাচেই হেরে যায় বিরাট কোহলির ভারত। স্টিভ স্মিথ ও অধিনায়ক অ্যারন ফিঞ্চের দুর্ধর্ষ শতরানের ইনিংসের জেরে অস্ট্রেলিয়া ৩৭৫ রান তুলেছিল। জবাবে শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে গিয়ে পরপর উইকেট হারিয়ে ম্যাচ থেকে একেবারে ছিটকে যায় ভারত।

India vs Australia 1st ODI: Aaron Finch, Steve Smith tons help Australia  beat India by 66 runs | Cricket News - Times of India

যদিও অনেকে অস্ট্রেলিয়ার এই বিশাল পাহাড় প্রমাণ রানের পিছনে অ্যারন ফিঞ্চ ও স্টিভ স্মিথের দুরন্ত শতরান এবং ডেভিড ওয়ার্নারের দায়িত্বশীল অর্ধশতরানকে কৃতিত্ব দিচ্ছে। কিন্তু মাঝের ওভারগুলিতে জসপ্রীত বুমরাহ-মহম্মদ শামি-যুজবেন্দ্র চাহাল সমৃদ্ধ ভারতীয় বোলিংয়ের কোমর ভেঙে দিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ১৯ বলে ৪৫ রানের দুর্ধর্ষ ক্যামিও ইনিংস খেলেন তিনি, যেখানে চাহাল ও শামিকে রিভার্স সুইপে ছয় মেরেছেন তিনি। পাঁচটি চার ও তিনটি ছয়ের মাধ্যমে অস্ট্রেলিয়াকে বড় রান তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

Glenn Maxwell leaves Twitter amused after his contrasting performance in  IPL and first ODI against India

কিন্তু সদ্য সমাপ্ত আইপিএল এ এই দাপটের ছিটেফোঁটাও দেখাতে পারেননি অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডার। গোটা টুর্নামেন্টে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ব্যাটিংয়ে মাত্র ১০৮ রান করেছিলেন ম্যাক্সওয়েল। তার থেকেও বড় কথা, এই টুর্নামেন্টে একটিও ছয় মারতে পারেননি তিনি। যা অবাক করে দেয় ক্রিকেট বিশ্বকে। কিন্তু অস্ট্রেলিয়ার জার্সি গায়ে এরকম দুরন্ত পারফর্মেন্স দেখিয়ে দিলেন ব্যাট হাতে।

IPL 2017: Captain's Corner; Glenn Maxwell, Kings XI Punjab | Cricket News

এমন দুর্ধর্ষ ইনিংস খেলার পরেও এক ভারতীয় ক্রিকেটারের কাছে ক্ষমা চেয়ে বসলেন গ্লেন ম্যাক্সওয়েল। আর সেই ক্রিকেটার আর কেউই নন, কিংস ইলেভেন পাঞ্জাবে ম্যাক্সওয়েলের অধিনায়ক কে এল রাহুল। আইপিএল এ এরকম বাজে পারফর্মেন্সের পর আন্তর্জাতিক ক্রিকেটে এই দুরন্ত ইনিংস খেলার কারণে মজার ছলেই ক্ষমা চেয়ে নেন ভারতের এই উইকেটকিপারের কাছে।

I apologised to KL Rahul while batting': Glenn Maxwell, James Neesham  engage in KXIP banter | Cricket News – India TV

টুইটারে এই নিয়ে পোস্ট করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বেশ ভালো পারফর্ম করেছিলেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশাম, যিনি এবারের আইপিএল এ কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে সেরকম খেলতে পারেননি। গতকাল টুইটারে একটি পোস্ট শেয়ার করেন নিশাম, যেখানে কে এল রাহুলের মুখের ছবি দিয়ে এক লোক হতাশ হয়ে আছেন, এবং ক্যাপশনে লেখা ছিল, ম্যাক্সওয়েল এবং নিশামের খেলা দেখার পর রাহুলের অবস্থা। এই নিয়ে ম্যাক্সওয়েল টুইট করে লিখেছেন, “ব্যাটিং করার সময়ে ওনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি।”

আর এই নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েছে গোটা ক্রিকেট দুনিয়া। আইপিএল এর মত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাফল্য না পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে যেভাবে সফলতা দেখাচ্ছেন তারকা ক্রিকেটাররা, তাতে অনেক ফ্র্যাঞ্চাইজির কর্তা ও অধিনায়কদের এমন অবস্থাই হতে পারে, তা বলাই যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *