কেকেআর এর অধিনায়কত্ব থেকে দীনেশ কার্তিকের অব্যাহতি নিয়ে এবার অদ্ভুত মন্তব্য গৌতম গম্ভীরের 1

এদিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামার কয়েক ঘন্টা আগেই বোমা ফাটিয়ে দিয়েছিলেন দীনেশ কার্তিক। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন দীনেশ কার্তিক। মূলত ব্যাটিং এবং উইকেটকিপিংকে প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কার্তিক। নিজের পরিবর্তে এবার কলকাতা নাইট রাইডার্সের ব্যাটন অর্থাৎ অধিনায়কত্ব হস্তান্তর করেছেন সহ অধিনায়ক এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানের হাতে।

কেকেআর এর অধিনায়কত্ব থেকে দীনেশ কার্তিকের অব্যাহতি নিয়ে এবার অদ্ভুত মন্তব্য গৌতম গম্ভীরের 2

আর এই নিয়ে অত্যন্ত খুশি ক্রিকেট মহল। সমর্থক সহ বিশেষজ্ঞরা বরাবরই চাইছিলেন, দলে বিশ্বকাপজয়ী একজন আন্তর্জাতিক অধিনায়ক থাকতে কেন দীনেশ কার্তিক হবেন অধিনায়ক? এই নিয়ে একাধিক আলোচনা এবং লেখালেখি হয়েছিল। কিন্তু শেষ অবধি সরকারি বিবৃতির মাধ্যমে অধিনায়কত্ব হস্তান্তরের কথা জানিয়ে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর।

কেকেআর এর অধিনায়কত্ব থেকে দীনেশ কার্তিকের অব্যাহতি নিয়ে এবার অদ্ভুত মন্তব্য গৌতম গম্ভীরের 3

কিন্তু এবার এই কার্যকলাপ নিয়ে বেশ অদ্ভুত মন্তব্য করে বসলেন প্রাক্তন ভারতীয় ওপেনার এবং কলকাতা নাইট রাইডার্সের সফলতম অধিনায়ক গৌতম গম্ভীরের। নিজের অত্যন্ত কাছের দল হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে গড়েছিলেন দিল্লির এই ব্যাটসম্যান। যদিও বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের মিশ্র পারফর্মেন্স নিয়ে নিজের অখুশি প্রকাশ করেছিলেন গৌতম গম্ভীর। এবার টুর্নামেন্টের মাঝপথে এমন অধিনায়কত্ব বদল নিয়ে অন্যরকম মন্তব্য করলেন গম্ভীর।

কেকেআর এর অধিনায়কত্ব থেকে দীনেশ কার্তিকের অব্যাহতি নিয়ে এবার অদ্ভুত মন্তব্য গৌতম গম্ভীরের 4

নিজের টুইটারে তিনি একটি পোস্ট করেন। কিন্তু তা দীনেশ কার্তিকের অধিনায়কত্ব কিংবা ইয়ন মর্গ্যানের অধিনায়কত্ব গ্রহণ নিয়ে কিছুই লেখা নয়, বরং একটি নীতিকথা লিখেছেন তিনি। যা থেকে আদতে বোঝা যায়, মাঝপথে এরকম অধিনায়কত্ব পরিবর্তনে খুশি নন গম্ভীর। নিজের টুইটারে গৌতম গম্ভীর লিখেছেন, “অনেক বছর লাগে একটি ঐতিহ্য তৈরি করতে কিন্তু তা ভাঙতে শুধু একটি মিনিটই যথেষ্ট।”

যদিও এই মন্তব্য থেকে সরাসরি কিছুই জানাননি গম্ভীর, কিন্তু এই টুইট থেকে বোঝা যায়, বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের এমন পরিস্থিতি নিয়ে একেবারেই খুশি নন তিনি। ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়েই অধিনায়কত্বের দায়িত্ব পান গম্ভীর। এবং সেই বছর প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগ টি২০ টুর্নামেন্ট খেলার সুযোগ পায় কলকাতা নাইট রাইডার্স। ঠিক তার পরের বছরেই গম্ভীরের নেতৃত্বে প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেতাব জেতে  কলকাতা নাইট রাইডার্স। এরপর আবারও ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল এর খেতাব জেতান গম্ভীর। ফলে তিনি ভালোমতই জানেন, এই ফ্র্যাঞ্চাইজির পক্ষে সাফল্য কতটা গুরুত্বপূর্ণ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *