বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে মানুষ সমস্যায় রয়েছেন। এখনো পর্যন্ত এই ভাইরাসের কারণে ৭৪.৬হাজার মানুষ নিজেদের প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ১৩.৪৫ লাখ লোক এই ভাইরাসে আক্রান্ত। এর মধ্যেই পূর্ব দিল্লির সাংসদ গৌতম গম্ভীর নিজের সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা দিয়েছেব আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপর ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে তিনি ভীষণই অহঙ্কারী।
গৌতম গম্ভীর দিল্লির মুখ্যমন্ত্রীর উপর করলেন ক্ষোভ প্রকাশ
ভারতে এখনো পর্যন্ত করোনা ভাইরাসের ৪৪২১ জন রোগী পাওয়া গিয়েছে। যার মধ্যে ১১৪ জন নিজেদের প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ৩২৬জন এই রোগ থেকে সুস্থও হয়ে গিয়েছেন। যে কারণে ২১ দিন পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। প্রাক্তন ক্রিকেটার আর এখন বিজেপি সাংসদ গৌতম গম্ভীরকে বেশ কয়েকবার সাহায্য করতে দেখা গিয়েছে। এখন গৌতম গম্ভীর নিজের সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা দিয়েছেন। যাতে করোনা ভাইরাসের বিরুদ্ধে আক্রান্ত মানুষেদের চিকিৎসার জিনিসপত্র আনা যেতে পারে। এর সঙ্গেই তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপর ক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় বলেন যে,
“মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর তার দলের বক্তব্য হলো যে এখন ফাণ্ডের প্রয়োজন। আগে ওরা নিজেদের অহংকারের আক্রণে সাংসদ ফাণ্ড থেকে ৫০ লক্ষ টাকা আমার কাছ থেকে নিতে মানা করে দেয়। কিন্তু মানুষের সাহায্যের জন্য আমি ৫০ লাখ টাকা দিয়েছি। এক কোটি টাকা কম সে কম দিল্লির দরকার মাস্ক আর পিপিই কিট কেনার জন্য”।
আগেও সাহায্য করেছেন গৌতম গম্ভীর
এর আগে গৌতম গম্ভীর নিজের সাংসদ ফাণ্ড থেকে ১ কোটি টাকা আর নিজের এক মাসের স্যালারি দান করেছিলেন। যারপর এখন এই তারকা সাংসদ হিসেবে নিজের আগামি দু বছরের মাইনেও দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ন্যদিকে বাকি খেলোয়াড়দের কথা বলা হলে, গৌতম গম্ভীর প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন। এখনো পর্যন্ত বিরাট কোহলি, রোহিত শর্মা, শচীন তেন্ডুলকর, মিতালি রাজ আর সুরেশ রায়নাও সাহায্যের জন্য অর্থ দিয়েছেন। এছাড়াও মহেন্দ্র সিং ধোনি, পুণম যাদব, যুবরাজ সিং আর হরভজন সিংয়ের নামও শামিল রয়েছে এই তালিকায়।
CM @ArvindKejriwal & his Dy say funds are needed. Though their massive egos didn't allow them to take 50 L from my LAD fund earlier, I pledge 50 L more so that innocents don't suffer!
1 CR would at least solve urgent need for masks & PPE kits for days Hope they prioritize Delhi pic.twitter.com/b1ve6gkWOZ
— Gautam Gambhir (@GautamGambhir) April 6, 2020
এখন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে ক্রিকেট
করোনা ভাইরাসের কারণে এখনো পর্যন্ত বেশকিছু ক্রিকেট সিরিজকে বাতিল করতে হয়েছে। তারপর পাকিস্তান সুপার লীগকেও মাঝ পথে করোনা ভাইরাসের কারণে স্থগিত করতে হয়। এখন ক্রিকেট জগতের সবচেয়ে বড়ো টি-২০ লীগ আইপিএল ২০২০কেও আগামি ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে, এই স্থগিতের সময় আরো বাড়ানো হতে পারে। তবে কিছু রিপোর্টের কথা মানা হলে আইপিএল ২০২০ বাতিলও হতে পারে।