হোবার্ট হ্যারিকেনসের কোচ হলেন গ্যারি কার্স্টেন 1
গ্যারি ক্রিস্টান

হোবার্ট হ্যারিকেনসের প্রধান কোচ হলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার গ্যারি কার্স্টেন। বিগ ব্যাশ লিগের আগামী মরশুম গুলিতে ভাল ফল করার জন্যই প্রোটিয়ার প্রাক্তন এই ব্যাটসম্যানকে কোচ হিসেবে নিযুক্ত করল হ্যারিকেনস।

নিলামে বাইরে থাকার পর ইংলিশ এই তারকা ফিরছে আইপিএলে

গ্যারি একজন ভাল ব্যাটসম্যান তো ছিলেনই, তবে কোচ হিসেবেও তিনি দারুণ সফল। বিশেষ করে ২০১১ সালে ভারতের হাতে বিশ্বকাপ তুলে দেওয়ায়, তাঁর সেই ক্ষমতা আরও দীপ্তি পায়। গত কয়েক মরশুমে ভাল ফল করতে না পারায় হোবার্ট হ্যারিকেনস গ্যারিরই শরণাপন্ন হল। ৩রা এপ্রিল বিগ ব্যাশ লিগের এই ফ্রাঞ্চাইজি ঘোষণা করেন যে দক্ষিণ আফ্রিকার এই কোচকে তাঁরা দু’বছরের চুক্তিতে আবদ্ধ করেছে। এই লিগের শেষ মরশুমে হ্যারিকেনসের কোচ ছিল ডেমিন রাইট। তবে তাঁর প্রদর্শনে খুসি নয় হ্যারিকেনস। প্রথম তিন মরশুমের মধ্যে দুটিতে এই দল ফাইনাল পর্যন্ত এসেছিল। কিন্তু শেষ তিনটে মরশুমে নক-আউট পর্যায়তেই আসতে পারেনি হ্যারিকেনস। তাই আগামী দিনে ভাল সাফল্যের জন্যই গ্যারি কার্স্টেনকে নিয়ে আসা হল।

হ্যারিকেনসের কোচ নিযুক্ত হওয়ার পর গ্যারি বলেন, “আমি বিগব্যাশ বিগত কয়েকবছর যাবৎ খুব উৎসাহের সঙ্গে দেখে আসছি। আমি চাই হ্যারিকেনসের সাফল্যের জন্য কোচিংয়ে মন দিতে। এই ফ্রাঞ্চাইজিকে বিগ ব্যাশ লিগের জনপ্রিয় ও সফল করে তোলাই আমার লক্ষ্য।” তিনি আরও বলেন, “আমি অবশ্যই এই দলের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করব যা ইতিবাচক শক্তি আনতে পারে প্রতিটা খেলোয়ারের মধ্যে।”

গ্যারি কার্স্টেন দক্ষিণ আফ্রিকার হয়ে ১০১ টি টেস্ট খেলেছেন। সেই ফর্ম্যাটে তাঁর মোট সংগ্রহ রান ৭,২৮৯। অন্যদিকে ১৮৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে তাঁর মোট সংগৃহীত রান ৬,৭৯৮। কিন্তু ব্যাটসম্যানের থেকে কোচ হিসেবে তিনি আরও সফল হয়েছে। বিশেষ করে ভারতকে বিশ্বসেরা করার পরই। বিশ্বকাপ ভারতের হাতে ওঠার পরই তাঁর নিজের দেশের জাতীয় ক্রিকেট দল তাঁকে কোচ করে নিয়ে যায়। এছাড়া আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়েও গ্যারি কোচিং করেছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *