শেষ হচ্ছে গম্ভীর-ধোনির ‘অহি-নকুল’ সম্পর্ক, কাঁধে কাঁধ মিলিয়ে জেতাবেন বিশ্বকাপ !! 1

T20 World Cup 2024: ২০২৩ সাল জুড়েই ক্রিকেটের মরশুম। অল্পের জন্য বিশ্বকাপ ট্রফি থেকে দূরে ছিল টিম ইন্ডিয়া। ফাইনালে অজিদের বিরুদ্ধে পরাজিত হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন হয়েছিল ভঙ্গ। তবে, ভারতের সামনে আছে আরও একটি বড় সুযোগ, ২০২৪ সালেই খেলতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। আর এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০২৪ আইসিসি পুরুষ T20 বিশ্বকাপ হল আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ-এর নবম আসর। এটি ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের জুনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর এই আসরেই এক হতে দেখা যাবে এমএস ধোনি (MS Dhoni) ও গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

Read More: IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন শ্রেয়স আইয়ার, খেলতে চলেছেন এই লীগ !!

শেষ হচ্ছে গম্ভীর-ধোনির ‘অহি-নকুল’ সম্পর্ক

Gautam gambhir and ms dhoni, world cup 2024
Gautam Gambhir and MS Dhoni | Image: Twitter

বেশ কিছু সূত্রের খবর থেকে প্রকাশ্যে এসেছে ভারতকে জেতাতে কাঁধে কাঁধে মেলাতে দেখা যাবে ধোনি (MS Dhoni) ও গম্ভীর (Gautam Gambhir)। ভারত বিগত ১০ বছর ধরে আইসিসির কোনো ইভেন্ট জিততে পারেনি। এমনকি ২০২৩ সালে ট্রফি জয়ের স্বপ্ন ভেস্তে যায় টিম ইন্ডিয়ার। ভারতের সামনেই সুযোগ রয়েছে ২০২৪ বিশ্বকাপের, ভারতীয় দল মোরিয়া হয়ে লড়াই করবে এই টুর্নামেন্ট নিজেদের নামে করতে। তবে এবছর ভারতীয় দলের সঙ্গে দেখা যাবে ধোনি ও গম্ভীরকে, প্রশত ২০২১ বিশ্বকাপে ভারতীয় দলের সঙ্গে হাজির ছিলেন এমএস ধোনি, মেন্টর হিসাবে তাকে নিয়োগ করেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। যদিও ২০২১ বিশ্বকাপ ভারতীয় দলের কাছে ভালো কাটেনি। তবে BCCI আবার একবার মাহি ম্যাজিক দেখতে চায়।

গৌতম ও ধোনি কাঁধে কাঁধ মিলিয়ে জেতাবেন বিশ্বকাপ

Ms dhoni and gautam gambhir, world cup 2024
MS Dhoni and Gautam Gambhir | Image: Getty Images

তবে শুধু মাহিতেই শান্ত থাকবার পাত্র নয় BCCI, গৌতম গম্ভীরকে সামিল করতে চলেছে মেন্টর হিসাবে। বিগত কয়েক বছর আইপিএলে মেন্টর হিসাবে দেখা যাবার গৌতম গম্ভীরকে, আসন্ন ২০২৪ আইপিএলে পুরানো ফ্রাঞ্চাইজি কলকাতাতে ফিরছেন গম্ভীর। তবে ২০২৪ ক্রিকেট বিশ্বকাপে ধোনি ও গম্ভীর জুটি আবার কামব্যাক করবে। দুজনের মধ্যে খেলার মাঠে বেশ তিক্তরার সম্পর্ক থাকলেও মাঠের বাইরে একে অপরের সঙ্গে খোশমেজাজে থাকেন। ২০০৭ এবং ২০১১ বিশ্বকাপ জিতেছেন দুজন, ধোনির নেতৃত্বে দুই ফাইনালেই গম্ভীর ৭৫ ও ৯৭ রান বানিয়েছেন এবং ক্যাপ্টেন হিসাবে ধোনিও দলকে চ্যাম্পিয়ন বানিয়েছেন। আসন্ন বিশ্বকাপে আবার একবার কাঁধে কাঁধ মিলিয়ে জেতাবেন বিশ্বকাপ।

Read More: T20 world Cup 2024: বিরাটকে দলে নিতে নির্বাচকদের সঙ্গে লড়াইয়ে রোহিত শর্মা, সুযোগ দিতে রাজি নয় বোর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *