সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে পন্থের বদলে খেলুক ঋদ্ধি, চাইছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার 1
Indian captain Virat Kohli (L) along with Rishabh Pant (2R) and KL Rahul (R) congratulate teammate Kuldeep Yadav after taking the wicket of West Indies batsman Shimron Hetmyer during the third day's play of the first Test cricket match between India and West Indies at the Saurashtra Cricket Association Stadium in Rajkot on October 6, 2018. (Photo by INDRANIL MUKHERJEE / AFP) / ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না তরুণ ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের।বছর ২১ এর এই ক্রিকেটারের সম্প্রতি এই ব‍্যাটিং পারফরম্যান্স একেবারেই তলানিতে। তার এহেন ব‍্যাটিং হতাশ করেছে প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত কে। তিনি চাইছেন আসন্ন টেস্ট সিরিজে পন্থের বদলে খেলুক ঋদ্ধিমান সাহা।

সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে পন্থের বদলে খেলুক ঋদ্ধি, চাইছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার 2

ইতিমধ্যে বহু সুযোগ পেলেও বিশেষ কিছু করে উঠতে পারেনি ঋষভ পন্থ। গতবছর থেকে প্রচুর পরিমাণে টি টোয়েন্টি ক্রিকেট খেলেছেন পন্থ।এক্ষেত্রে তার উইকেট কিপিং নিয়ে কোনও প্রশ্ন না উঠলেও প্রশ্ন উঠছে তার ব‍্যাটিং পারফরম্যান্স নিয়ে।অন‍্যদিকে এইমুহূর্তে ভারতীয় ক্রিকেট দল ভুগছে মিডল অর্ডারের ব‍্যাটিং সমস্যায়।এজন্য একাধিক তরুণ ক্রিকেটারদের সুযোগ দিচ্ছে ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট।

সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে পন্থের বদলে খেলুক ঋদ্ধি, চাইছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার 3

সম্প্রতি একটি সাক্ষাৎকারে দীপ বলেছিলেন সাহা এবং পন্থের মধ্যে কাউকে বেছে নিতে হলে তিনি সাহা কেই বাছবেন।এবিষয়ে কারন দর্শাতে গিয়ে তিনি পন্থের ওয়েস্ট ইন্ডিজ সফরে প‍্যারফরম‍্যান্সের প্রসঙ্গ তোলেন।তার বক্তব্য, ” চোট সারিয়ে ওঠার পর থেকে দলের চাহিদা পূরণ করেছেন ঋদ্ধি। নিসন্দেহে এই মুহূর্তে বিশ্বের সেরা উইকেট কিপার ও।এখন প্রশ্নের বিষয়ে পাঁচ জন বোলারের বিরুদ্ধে ব‍্যাটসম‍্যান হিসেবে কতটা কার্যকর ও।”

ঋদ্ধি তবে পন্থের থেকে কার্যকর ব‍্যাটসম‍্যান ? এই প্রশ্ন উঠলে , এক্ষেত্রে পন্থকে এগিয়ে রেখে দীপের বক্তব্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গোটা সফর জুড়ে পন্থের পারফরম্যান্সের দিকে নজর রাখলে এই মুহূর্তে ঋদ্ধিকে সুযোগ দেওয়া যেতেই পারে।

সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে পন্থের বদলে খেলুক ঋদ্ধি, চাইছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার 4

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে পন্থের স্কোর ৫৮ রান।এইমুহূর্তে তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়েছে এই ভারতীয় উইকেট কিপার ব‍্যাটসম‍্যান কে।আগামী ২ রা অক্টোবর, বিশাখাপত্তনমে সাউথ আফ্রিকার বিরুদ্ধে তিন ম‍্যাচের টেস্ট সিরিজে প্রথম ম‍্যাচে মুখোমুখি হতে চলেছে বিরাটরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *