হঠাৎ কোহলির উপর চটলেন প্রাক্তন তারকা ইংল‍্যান্ড ব‍্যাটসম‍্যান নিক কম্পটন 1

গত ভারত -অস্ট্রেলিয়া ম‍্যাচের ঘটনা, ভারতীয় সমর্থকরা হঠাৎ অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথকে কটুক্তি করলে মাঠেই তার প্রতিবাদ করেন বিরাট। তিনি দর্শকদের অনুরোধ করেন এমনটা না করার জন্য।পরবর্তী সময়ে সেই ভিডিও ভাইরাল হলে ভারত অধিনায়কের এমন ব‍্যবহারের তীব্র প্রশংসা শুরু হয় সর্বত্র।

প্রসঙ্গত, নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার পর থেকেই এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে স্মিথ এবং ওয়ার্নারকে তাদের ফিরে আসা অস্ট্রেলিয়া দলকে ফের শক্তিশালী করে তুললেও তাদের কাছে সমস্যার কারন হয়ে উঠেছে‌।এর আভাস আমরা পেয়েছি এবারের প্রাক বিশ্বকাপের প্রস্তুতি ম‍্যাচে , ইংল‍্যান্ডেলের বিপক্ষে সেই ম‍্যাচে সরাসরি স্মিথদের ” চিটার ” বলে সম্বোধন করেন ইংরেজ ভক্তরা।ক্রিকেটের আঙিনায় এই দুই দেশের সম্পর্ক কেমন আদায় – কাচ কলায় , তা নিয়ে নতুন করে কিছু বলার আছে বলে মনে হয়না।এরপর থেকে এই বিষয়টি সমানে ,চলছে এমনকি ভারত ম‍্যাচেও তা লক্ষ্য করা গেছিলো।

হঠাৎ কোহলির উপর চটলেন প্রাক্তন তারকা ইংল‍্যান্ড ব‍্যাটসম‍্যান নিক কম্পটন 2

এমন ঘটনা কে প্রশয় না দিয়ে বিরাটের পরিস্থিতিতে অবতীর্ণ হওয়ার বিষয়টি নেটিজেনরা সকলে প্রশংসিত করলেও এক্ষেত্রে বিরাটের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন ইংল্যান্ড তারকা নিক কম্পটন।দেশের সমর্থকদের থামানোর কোনও অধিকার নেই কোহলির এমনটাই মনে করেন তিনি।এ বিষয়ে তার বক্তব্য, “সমর্থকরা ওয়ার্নার , স্মিথকে কটুক্তি করবে নাকি হাততালি দিয়ে উৎসাহিত করবে এর কোনও ক্ষেত্রেই কোহলির নাক গলানোর প্রয়োজন আছে বলে মনে করিনা আমি” ।

স্বাভাবিক ভাবেই কম্পটনের এমন মন্তব্য তাকে পরবর্তী সময়ে বিতর্কের কাঠগড়ায় দার করায় কম্পটনকে।পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে দেখে পাল্টি খান তিনি ও।টুইট করে বিতর্ক মেটানোর চেষ্টা করেন তিনি।কম্পটন লেখেন বিরাট কে নিয়ে করা আমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে কারোর যদি খারাপ লেগে থাকে , তাহলে আমি তার কাছে একান্ত ভাবেই ক্ষমাপ্রার্থী , আমি নিশ্চিত ওর ( কোহলির ) এমন কাজ করার মধ্যে অন‍্য কোনও অভিসন্ধি নেই।চলুন সবাই মিলে ক্রিকেট উপভোগ করি ” ।

হঠাৎ কোহলির উপর চটলেন প্রাক্তন তারকা ইংল‍্যান্ড ব‍্যাটসম‍্যান নিক কম্পটন 3

ওইদিন ম‍্যাচে স্টেডিয়ামে উপস্থিত সমর্থকদের স্মিথ , ওয়ার্নারদের হাত তালি দিয়ে উৎসাহ প্রদানের কথা বলেছিলেন কোহলি।পরবর্তী সময়ে প্রেস কনফারেন্সে ও এবিষয়ে একান্ত মনোভাব ব‍্যক্ত করেছিলেন কোহলি।তার বক্তব্য অনুযায়ী আগে কি হয়েছে সেই সব ভুলে আমাদের এখনে মনোযোগ দেওয়া উচিত।আর এমন ব‍্যবহার ওদের প্রাপ্য নয়।প্রসঙ্গত, শুধু মাত্র কোহলি নয় , দলের অন‍্যতম দুই স্তম্ভের পাশে দাড়িয়েছিলেন খোদ অজি দলের জাতীয় কোচ জাস্টিন ল‍্যাঙ্গার ও।

হঠাৎ কোহলির উপর চটলেন প্রাক্তন তারকা ইংল‍্যান্ড ব‍্যাটসম‍্যান নিক কম্পটন 4

অন‍্যদিকে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে এবারের বিশ্বকাপের তৃতীয় ম‍্যাচে মুখোমুখি হতে চলেছে বিরাটরা।প্রথমে সাউথ আফ্রিকা, ও তার পরে অস্ট্রেলিয়া কে হারিয়ে ইতিমধ্যে জয়ের হ‍্যাটট্রিকের দোরগোড়ায় এসে হাজির ভারত।যদিও কালকের ম‍্যাচে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *