ঋষভ পন্থ কে তিনটে বিশ্বকাপে না খেলতে দেখলে অবাক হবেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক রিকি পন্টিং 1

আগামী ৩০ শে মে থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে চলা বিশ্বকাপের জন্য ইতিমধ্যে ঘোষিত হয়েছে ভারতীয় দল। আর এই দল ঘোষণার পর থেকেই তৈরী হয়েছে তীব্র বিতর্ক দলে ত‍রুন উদীয়মান ভারতীয় ক্রিকেট তারকা ঋষভ পন্থের না থাকায়।বিশ্বকাপগামী ১৫ জনের তালিকায় পন্থের নাম দেখে অবাক হয়েছেন অনেকেই।কারন পন্থের সাম্প্রতিক সময়ের ফর্মের বিচারে তারা নিশ্চিত ছিলেন তার সুযোগ পাওয়ায়। কিন্তু পন্থ নয় ,বরং তার বদলে সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক। পন্থের বদলে কার্তিককে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন মন্ডলীর প্রধান এম এস কে প্রসাদ জানিয়েছিলেন দল নির্বাচনের ক্ষেত্রে অভিঙ্গতাকে জোর দেওয়া হয়েছে এবং শুধু সেই মাপকাঠিতে সুযোগ পেয়েছেন কার্তিক ,এছাড়া আর কোনও কারন নেই পন্থ কে না রাখার।ঋষভ পন্থ কে তিনটে বিশ্বকাপে না খেলতে দেখলে অবাক হবেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক রিকি পন্টিং 2ইতিমধ্যে পন্থের দলে না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশ বিদেশের বহু প্রাক্তন ক্রিকেটার । এইবার এবিষয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার রিকি পন্টিং। যিনি বর্তমানে আইপিএলে দিল্লি ক‍্যাপিটালস এর কোচের পদে আছেন। সম্প্রতি তাকে আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, ১৫ জনের দলে তিনি ঋষভ পন্থ কে না দেখে অবাক হয়েছেন। শুধু তাই নয় পন্থকে এবারের বিশ্বকাপের দলে প্রথম এগারোর ক্রিকেটার হিসেবে দেখেছিলেন তিনি ।পন্থের বাদ পড়ার পরেও পন্টিং আশা রাখেন ফের তাকে দলে নেওয়ার চিন্তা ভাবনা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড কারন তার মতো একজন ব‍্যাটসম‍্যান ব‍্যাটিং অর্ডারে চার অথবা পাঁচ নম্বরে খেলতে নেমে ফারাক গড়ে দিতে পারে।

যদিও নির্বাচকদের পক্ষে ১৫ জনের দল বাছাই একটা কঠিন কাজ বলেই মনে করেন তিনি, কারন এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে ট‍্যালেন্টের ছড়াছড়ি,তার মাঝের থেকে সেরা ১৫ ক্রিকেটার বিশ্বকাপের জন্য বাছাই করা খুবই কঠিন কাজ নির্বাচকদের তরফে। যদিও পরবর্তী সময়ে ঋষভ পন্থকে তিনটে বিশ্বকাপে খেলতে দেখার বিষয়ে নিশ্চিত পন্টিং।ঋষভ পন্থ কে তিনটে বিশ্বকাপে না খেলতে দেখলে অবাক হবেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক রিকি পন্টিং 3প্রসঙ্গত, আগামী ৫ ই জুন সাউথহাম্পটনে দক্ষিন আফ্রিকার বিপরীতে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। এরপর ওভাল এবং নটিংহ‍্যামে বিরাটবাহিনী মুখোমুখি হবে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের।এরপর ম‍্যান্চেষ্টারে ১৬ ই জুন পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে বিরাটরা। এছাড়াও পরবর্তী সময়ে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ(২৭ শে জুন ),বাংলাদেশ(২ রা জুলাই), শ্রীলঙ্কা (৬ ই জুলাই) মুখোমুখি হবে টীম ইন্ডিয়া ।

একনজরে এবারের ভারতীয় ক্রিকেট দল :

বিরাট কোহলি (অধিনায়ক) রোহিত শর্মা(সহ অধিনায়ক), ধবন রাহুল,বিজয় শংকর, কেদার যাদব,রবীন্দ্র জাদেজা,ধোনি, কার্তিক,কুলদীপ যাদব, চাহাল,ভুবনেশ্বর কুমার,বুমরাহ,হার্দিক পান্ডিয়া,মহম্মদ শামি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *