Use your ← → (arrow) keys to browse
বিশেষ প্রতিবেদন: কথায় বলে টাকা দিয়ে খুশি কেনা জায় না। তেমনই অর্থ খরচ করলেই যে সাফল্য পাওয়া যাবে, এটা কেউই জোর দিয়ে বলতে পারবে না। আইপিএলের দলগুলির এই অভিজ্ঞতা বেশ ভালোমতোই রয়েছে। বেশ কয়েকটি নিলামে তাঁরা বিরাট অঙ্কের অর্থ খরচ করে খেলোয়াড় কিনলেও, পরে দেখা যায় সেই ক্রিকেটাররাই ফ্লপ করেছে। কোটি কোটি টাকার এই কুড়ি-বিশের লিগে এরকম একাধিক নজির রয়েছে, যেখানে প্রচুর টাকা দিয়ে কেনা ক্রিকেটাররা মুখ থুবড়ে পড়েছেন। বাধ্য হয়ে পরের মরশুমেই তাঁদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজিরা।
এক নজরে দেখে নেওয়া যাক বিপুল অঙ্কে কেনা তেমনই ৫ ফ্লপ ক্রিকেটারের তালিকা:
Use your ← → (arrow) keys to browse