পাঁচ ভারতীয় ক্রিকেটার যাদের প্রতিভা থাকা সত্ত্বেও নিজেকে তেমন ভাবে মেলে ধরতে পারেনি 1
৫. রবিন উথাপ্পাপাঁচ ভারতীয় ক্রিকেটার যাদের প্রতিভা থাকা সত্ত্বেও নিজেকে তেমন ভাবে মেলে ধরতে পারেনি 2

আন্তর্জাতিক ক্রিকেটে রবিন উথাপ্পা অভিষেক ছিল স্বপ্নের ন্যায়। কিন্তু পরবর্তী সময়ে হঠাৎ খেই হারান তিনি এবং জাতীয় দলে হয়ে পড়েন ব্রাত্য ।এর পিছনে অন্যতম কারণ তার তুলনায় আরও বেশি ভালো ক্রিকেটার ভারতীয় দলে ঢুকে পড়ায়।

২০০৬ সালে ইন্দোরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে অভিষেক হয় রবিনের।ওপেন করতে নেমে ৮৬ রান করেছিলেন তিনি, ডেবিউ ম্যাচে এমন দুরন্ত পারফরম্যান্সের পর তিনি সুযোগ পান ২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে।

সুযোগ পেলোও পারফরম্যান্সে ধারাবাহিকতার না দেখাতে পাওয়ার দরুন ক্রমশ জাতীয় দলে ভবিষ্যৎ অনিশ্চয়তার তার।এরপর ২০০৮ সালে এশিয়া কাপের পর তার ক্যারিয়ার গ্রাফ ক্রমশ নিম্নমুখী হয়ে পড়ে । শুরু হয় জাতীয় দলে তার আসা-যাওয়ার পালা এবং ২০১৫ সালের পর একেবারেই সুযোগ পাননি তিনি।

দেশের হয়ে রবিন খেলেছেন ৪৬ টি ওয়ানডে এবং ১৩ টি টোয়েন্টি।দুই ক্ষেত্রে তার রান রয়েছে যথাক্রমে ৯৩৪ এবং ২৯৪ ।এখনও ধারাবাহিক ভাবে ঘরোয়া ক্রিকেটে কেরেলার হয়ে খেললেও জাতীয় দলে সুযোগ পাননা তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *