লিন্ডলে সিমন্স
ডানহাতি ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার ব্যাটসম্যান লিন্ডলে সিমন্স বেশ কয়েকটি t20 বিশ্বকাপে অসাধারণ পারফর্মেন্স করে দেখিয়েছেন এবং তার ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ দল দুবার t20 বিশ্বকাপ বিজয়ী হয়েছে। কিন্তু এই বছর t20 বিশ্বকাপে তার পারফর্মেন্স একেবারেই দলের কোনো কাজে লাগেনি। তাই এটাই মনে করা যাচ্ছে তার t20 কেরিয়ার হয়তো এখানেই শেষ হতে চলেছে।