রাজকোট টেস্টের টাকার জন্য সুপ্রিম কোর্টে বিসিসিআই, বাতিলের মুখে প্রথম টেস্ট 1

নয়া দিল্লি, ৮ নভেম্বর: সুপ্রিম কোর্টে গেল বিসিসিআই৷ বুধবার থেকে শুরু হতে চলা ভারত বনাম ইংল্যান্ড টেস্ট পরিচালনার জন্য যে টাকা লাগবে, সেটার জন্যই দেশের শীর্ষ আদালতে গেল ভারতীয় ক্রিকেট বোর্ড৷ লোধা কমিটির নির্দেশ অনুযায়ী ভারতীয় বোর্ড কোন রাজ্য অ্যাসোসিয়েশনকে অর্থ দিতে পারবে না৷ সেটা করতে গেলে লোধা কমিটির একটা ‘হ্যাঁ’ লাগবে৷ আর এই নিয়ে অনুমোদনের জন্য সুপ্রিম কোর্টে গেল বিসিসিআই৷ টাকার লেনদেন না হলে রাজকোট টেস্ট আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে বোর্ড৷

আরও পড়ুন ঃ ছবিতে: বিরাট কোহলি ও যুবরাজ সিংহের নতুন বাড়ি, স্বর্গের থেকে কম কিছু নয়

রাজকোট টেস্ট শুরু হওয়ার আগে সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়ে বোর্ড সচিব অজয় শিরকে বলেন, “ইংল্যান্ড সিরিজ নিয়ে আমাদের বেশ কয়েকটি ব্যাপার দেখার আছে৷ বেশ কিছু চুক্তিতে সই করতে হবে আমাদের, যেমন ডিআরএস, ক্যাটারার, বীমাপত্র, যে বীমা কিনতে হবে৷ সব মিলিয়ে অনেক কিছু৷ তবে সুপ্রীম কোর্টের নির্দেশ অনুযায়ী লোধা কমিটির অনুমোদন ছাড়া আমরা কোনো চুক্তি করতে পারব না৷ তবে এগুলি আমাদের করতে হবে৷ সুপ্রীম কোর্ট লোধা কমিটিকে এই টাকা লেনদেন কতটা করা যাবে সেটা দেখার জন্য একজন অডিটর নিয়োগ করতে বলেছিল৷ সেটা এখনও হয়নি৷ এর ফলে ইংল্যান্ড এই সিরিজের জন্য নিজেদের খরচ নিজেরা বইলেও, শেষ পর্যন্ত এই সিরিজ আয়োজন করাই আমাদের পক্ষের অসম্ভব হয়ে দাঁড়াবে৷”

এখানে দেখুন ঃ আগামী বছরের আইপিএল সংকটে

এর আগে বোর্ড সচিব শিরকে দেখিয়ে দিয়েছেন, ইংল্যান্ড সিরিজে ইংল্যান্ড দলের খরচ বহন করার ক্ষমতা নেই ভারতীয় বোর্ডের৷ ইংল্যান্ড বোর্ড অবশ্য নিজেদের খেলোয়াড়দের খরচ বহন করতে এবং এই সিরিজ খেলতে রাজি৷ অন্যদিকে, এই সিরিজ বানচাল করতে মরিয়া বিসিসিআই৷ লোধা কমিটির হাত থেকে মুক্তি পেতে এটাই সেরা অস্ত্র হতে পারে বলে মনে করছেন বোর্ড কর্তারা৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *